

এত দিন ধরে দিল্লি নানা সময়ে অভিযোগ জানিয়ে এসেছে মুম্বাই সন্ত্রাস কান্ডের সঙ্গে জড়িত পাক নাগরিকদের শাস্তি দেওয়ার ব্যাপারে গাফিলতি করছে ইসলামাবাদ৷ এবার ঠিক সেই অভিযোগ দিল্লির দিকে ছুড়ে দিলেন পাকিস্তানের অভ্যন্তরীন মন্ত্রী রেহমান মালিক৷ পাকিস্তানের এক টিভি চ্যানেলের সঙ্গে মুম্বাই কান্ড ও ভারত-পাক সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে বলেন মুম্বাই কান্ডে পাক নাগরিক জড়িত বলে দিল্লি আন্তর্জাতিক মহলে নানা সময়ে দরবার করেছে৷ পাক মাটি ব্যবহার করে ভারত বা পৃথিবীর অন্য দেশে সন্ত্রাসমূলক কাজ করার জন্য জড়িত পাক নাগরিকদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে যে প্রমাণ দরকার তা দিতে বারংবার ব্যর্থ হচ্ছে দিল্লি৷ দিল্লির ডসিয়ারের জবাবে নির্দিষ্ট কিছু প্রমাণ ইসলামাবাদ চেয়ে পাঠালে দিল্লি তা দিতে ব্যর্থ৷ স্বাভাবিক ভাবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অনেককে আটক করলেও তাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব নয়৷ দিল্লির কাছে সন্ত্রাস সম্পর্কিত কিছু নিদিষ্ট প্রমান চেয়ে পাঠালেও তার কোন সদুত্তর পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পাকিস্থানের অভ্যন্তরীন মন্ত্রী৷ তিনি আরও জানান এভাবে চলতে থাকলে একসময় পাক জেলে বন্দী অন্য সমস্থ পাক নাগরিককে মুক্তি দিতে বাধ্য হবে প্রশাসন৷ দিল্লির ঘটনার তদন্তের ব্যাপারে গাফিলতিও রয়েছে বলে তিনি জানান৷ এখন পর্যন্ত দিল্লির পক্ষ থেকে মুম্বাই কান্ড নিয়ে যে পাঁচ ডসিয়ার ইসলামাবাদের হাতে তুলে দেওয়া হয়েছে সেই পাঁচ ডসিয়ারে সেখানে একই তথ্য বারংবার পেশ করা হয়েছে বলে দাবি করা হয়েছে৷ পাক অভ্যন্তরীন মন্ত্রীর এই মন্তব্যের কোন প্রতিক্রিয়া জানায় নি দিল্লি৷
No comments:
Post a Comment