

প্রত্যাশা মতোই আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্ণামেন্ট এবং দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় চাম্পিয়ন্স ট্রফির প্নেরো জনের দলে ফিরলেন রাহুল দ্রাবিড়।
শেষ একদিনের ম্যাচ তিনি খেলেছিলেন ২০০৭ এর অক্টোবরে।রাহুলের এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও টিমমেট হরভজন সিংহ।
প্রায় দু’বছর পরে একদিনের দলে ফেরা নিয়ে রাহুলের সঙ্গে মূলত লড়াইটা ছিল রোহিত শর্মার।অধিনায়ক ধোনি স্বভাবতই রোহিতকেই চেয়েছিলেন। কিন্তু আই পি এল ও টি-টোয়েন্টি বিশ্বকাপে তার পারফরম্যান্স নিয়ে সরব ছিলেন নির্বাচকেরা।সেই তুলনায় আই পি এলে দ্রাবিড়ের পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল।
নির্বাচকদের শ্রীকান্ত দাবি করেন যে দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে।
এক নির্বাচকের কথায়, ‘ টি-টোয়েন্টি বিশ্বকাপে মূলত টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতাই দলকে ডুবিয়েছে।রাহুল এখানে পরিত্রাতা হতে পারে চাম্পিয়নস ট্রফিতে।’
No comments:
Post a Comment