Saturday, August 29, 2009

রাজনাথের বিদায় এখন শুধু সময়ের অপেক্ষা......




আগামী নভেম্বরে বি জে পির জাতীয় কর্ম সমিতির বৈঠকে দলের শীর্ষে নেতৃত্বে পরিবর্তন হবে তা একরকম নিশ্চিত ছিল৷ তবে বর্তমানে দলে যে ভাবে নতুন করে সঙ্কটে'র মধ্যে পড়েছে তাতে নভেম্বরে'র আগেও দলীয় নেতৃত্বে পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে৷ শুক্রবার দফায় দফায় বি জে পি নেতারা গিয়ে সংঘ প্রধানের সঙ্গে দেখা করে দলীয় অবস্থা নিয়ে আলোচনা করেছেন৷ উল্লেখ্য এদের মধ্যে যারা দলীয় শীর্ষ পদের দাবিদার তারা সকলেই ব্যাক্তিগত ভাবে সংঘ প্রধানের সঙ্গে দেখা করে দ্রুত রাজনাথকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন৷ সংঘ সূত্রে পাওয়া খবর অনুসারে সরাসরি আদবানি'র বিরুদ্ধে কিছু না বললেও ঘুরিয়ে আদবানিকে দায়ী করেছেন৷ এদের আগেই সংঘ প্রধানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন রাজনাথ সিং৷ এদিকে বি জে পি যে সকল নেতা ব্যক্তিগত ভাবে গিয়ে সংঘ প্রধানের সঙ্গে দেখা করেছেন তারা সকলেই কিন্তু দলের সর্ব্বোচ পদের দাবিদার৷ সকলেও দলীয় সঙ্কটের সুযোগ নিয়ে নিজেদের দাবি জানাতে তত্পর৷ জানা গিয়েছে রবিবার আদবানির সঙ্গে বৈঠকে বসতে পারেন সংঘ প্রধান৷ এখন দলের সঙ্কটে এমন একজন নেতা বি জে পি খুঁজছে যার ভাবমূর্তি উজ্বল ও দলের উপরে কঠোর হাতে নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন৷ তবে এমন কোন নেতা এখন সংঘে পেয়েছেন বলে জ আনা যায় নি৷ দলের দ্বিতীয় প্রজন্মে'র নেতারা যে ভাবে নিজেদের মধ্যে শীর্ষ পদে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে তা যে আর এস এস সর্মথন করছে না তা পরিস্কার করে দিয়েছেন দলীয় মুখপাত্র রামমাধব৷ রাম মাধব বলেন, বিজেপি'র অভ্যন্তরের সমস্যা নিয়ে কোন সময়ে সরাসরি ভাবে কোন ভূমিকা থাকে না সংঘের৷ তবে সমস্যার থেকে বিজেপিকে বাঁচাতে অবশ্যই পথ নির্দেশিকা দেওয়ার কথা বিবেচেনা করা হচ্ছে৷ বর্তমান অবস্থায় রাজনাথের বিদায় যে শুরু সময়ের অপেক্ষা তা পরিস্কার করে দিয়েছেন৷

No comments:

Post a Comment