Thursday, August 27, 2009

পোখরানে পরমানু পরীক্ষা ব্যর্থ-দাবি বিজ্ঞানী শান্তানামের......




পোখরান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পোখরানে পরমানু পরীক্ষার সঙ্গে জড়িত বর্ষীয়ান বিজ্ঞানী কে সান্তানাম। তিনি বলেন যে পোখরান পরীক্ষা আংশিক ভাবে সফল হয়েছিল। যে ধরনের সাফল্য আশা করা হয়েছিল তার যে ধারে কাছে যাওয়া সম্ভব হয় নি তাও জানিয়ে দিয়েছেন তিনি।
শান্তানাম বলেন পরীক্ষার পরে যে দাবি করা হয়েছিল তার সঙ্গে বাস্তব ঘটনার বিস্তর ফারাক রয়েছে৷ তিনি বলেন পোখরানে তেমন ভাবে সাফল্য না পাওয়ার পরে বিঞ্জানীরা ঠিক করেছিলেন তাদের আবিস্কার করা পরমাণু বোমা ও হাইডোজেন বোমা কতটা পরিমানে কার্যকরী তা পরীক্ষা করার জন্য নতুন ভাবে পরীক্ষা করবেন৷ তবে এখন পর্যন্ত তার পরে ১০ বছর কেটে যাওয়ার পরেও কেন পরীক্ষা করা হল না তা নিজের লেখায় জানাতে পারেন নি সান্তানাম৷ সান্তানাম বলেন পরীক্ষার পরে যে সিসমিক গ্রাফ পাওয়া গিয়েছিল তা থেকে পরীক্ষার সাফল্য নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল৷ পরমানু দুনিয়ার ভাষায় পরীক্ষা সফল তো দূরে থাকা একে 'ফিজেল' বলে আখ্যা দিয়েছেন বিঞ্জানী৷ পোখরানের পরে বিঞ্জানী থেকে কেন্দ্রীয় সরকার জানিয়ে ছিল পরীক্ষা অত্যন্ত সফল৷ পরীক্ষার জন্য ৪২ কে টি ডিটোনেটার ব্যবহার করা হয়েছিল৷ সেখানে শান্তানাম দাবি করেছেন বাস্তবে ব্যবহার করা হয়েছিল ২০ কে টি ডিটোনেটার৷ সান্তানামের স্বীকারোক্তির পর প্রশ্ন উঠেছে সেই সময় পরীক্ষা সফল না হওয়ার পরেও ভারতীয় বিঞ্জানীরা কেন পরীক্ষা সফল বলে দাবি করেছিলেন তাই নিয়ে৷
এর পাশাপাশি প্রশ্ন উঠেছে ভারতের কাছে কি আদৌ কোন ধরনের পরমাণু বোমা রয়েছে কিনা৷ যদিও বর্তমানে এই কাজের সঙ্গে জড়িত সংস্থা ডি আর ডি ও বা কেন্দ্রীয় সরকার কোন মন্তব্য করতে রাজি হয় নি৷

No comments:

Post a Comment