Friday, August 21, 2009

চীনা সরকারের ‘এক সন্তান’ নীতির ফলে নিঃসঙ্গ হচ্ছে চীনের বর্তমান প্রজন্ম.....




চীনের জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে চীনা সরকার ‘একটি মাত্র সন্তান' গ্রহণের নীতি চালু করেছিল৷ জার্মানির মত চীনেও মানুষের গড় আয়ু ৭০ বছরের উপরে৷ একটি মাত্র সন্তান গ্রহণের কারণে চীনের একাধিক প্রজন্ম বেড়ে উঠেছে নিঃসঙ্গ অবস্থায়৷ তাই শিশুরা তাদের খেলার সাথী পাচ্ছেনা। আর তাই কেন তাদের ভাই-বোন নেই, এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সেখানকার অধিকাংশ বাবা-মায়েদের।
লু ইয়ান কিনের কথাই ধরা যাক৷ সাংহাইয়ে বসবাস করছেন তিনি৷ সম্প্রতি ৩০ বছরে পা রেখেছেন৷ স্বামী এবং একমাত্র সন্তানের সঙ্গে জন্মদিন পালন করেছেন৷ তাঁর একটিই ইচ্ছা ৬ বছরের ছেলেকে একজন খেলার সঙ্গী যোগাড় করে দেয়া, তিনি চান আরেকটি সন্তান৷ তিনি আক্ষেপের সঙ্গে জানালেন, আমি এবং আমার স্বামী দুজনেই বাবা-মায়ের একমাত্র সন্তান৷ আমাদের এই মুহূর্তে আর্থিক সামর্থ্য রয়েছে আরেকটি সন্তান লালন-পালনের৷ আমার ছেলে প্রায়ই প্রশ্ন করে - সে কেন ভাই বা বোন পাবে না ? আমার বাবা-মা এবং শ্বশুর-শাশুড়িও তাই চায়৷ তারা মনে করে একটি যথার্থ পরিবারে একটি নয় একাধিক বাচ্চা থাকতেই পারে৷
লু ইয়ান কিন এবং তাঁর স্বামী দুজনেই - 'একটি মাত্র সন্তান' – সেই প্রজন্মের৷ কোন ভাই-বোন ছাড়াই তারা বড় হয়েছেন৷ এধরণের দম্পতি এখন আরেকটি সন্তানের জন্য চেষ্টা করতে পারেন - রাষ্ট্র অনুমতি দিয়েছে৷ এর আরেকটি কারণ হল, যে-প্রজন্ম প্রবীণ হচ্ছে এবং এক পর্যায়ে যারা আর কাজ করার সামর্থ্য রাখবেন না, তাদের দেখাশোনার জন্য চাই পরিবারেরই লোকজন৷ মাত্র একজন অর্থ উপার্জনকারীর পক্ষে দুজনের দেখাশোনার জন্য যথেষ্ঠ অর্থ হাতে থাকবে কিনা তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন৷ একজনের পক্ষে যে সম্ভব নয় তা বর্তমান আর্থ-সামাজিক অবস্থা থেকে পরিস্কার বোঝা যাচ্ছে৷ অনেকেই আগ্রহ দেখাচ্ছেন দুটি সন্তান গ্রহণের৷ সাংহাইয়ে শতকরা ২১ শতাংশ মানুষের বয়স ৬০ এর বেশি, ১৫ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি৷ জার্মানিতে যেমন দেখা যায়৷
সাংহাইয়ে এর ফলাফল ভয়াবহ৷ কর্মজীবী মানুষের সংখ্যা হ্রাস পাচ্ছে দ্রুত৷ দেরিতে হলেও সরকারের দৃষ্টিতে তা ধরা পড়েছে৷ একটিমাত্র সন্তান - এই নীতিতে পরিবর্তন আনতে হবে৷ সময় পাল্টেছে, পাল্টেছে রাজনৈতিক দৃষ্টিকোণ৷ একটিমাত্র সন্তান গ্রহণ করার পরও চীনে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং পাচ্ছে৷
ইয়ুর একটিই ছেলে এবং ছেলেটি মায়ের কাছে খেলার সঙ্গী চায়৷ যে ভাবেই হোক তার একটি ভাই বা বোন চাই৷ যার সঙ্গে সে খেলতে পারবে, যার হাত ধরে সে সকাল-বিকাল বেড়াতে বের হবে৷ কিন্তু চীনা সরকারের নীতি তাদের ইচ্ছায় বাধ সাধছে।

No comments:

Post a Comment