Friday, August 14, 2009

নাইট রাইডার্সের হয়ে খেলবে বিদ্রোহী লিগের ক্রিকেটাররাও-জানালেন সৌরভ......




আগামী আই পি এলে নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যেতে পারে বিদ্রোহী লিগের অনেক ক্রিকেটারকেই। এমনটাই ইঙ্গিত নাইটরাইর্ডাসের অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তন ঘটা সৌরভ গাঙ্গুলী্র।
ইডেন গার্ডেন্সে পাঁচদিনের ট্রেনিং ক্যাম্পের শেষ দিনে তিনি বলেন যে আই সি এলের অনেক ক্রিকেটারই আগামী আই পি এলে খেলবে রাইডার্সের হয়ে। তবে অনেক দলই তাদের জন্য ঝাঁপাবে বলেও জানান তিনি।
বিদ্রোহী লিগের হয়ে খেলা বাংলার ক্রিকেটারদের এই দলে অন্তর্ভুক্তির কথা উঠতেই তিনি প্রথমেই উল্লেখ করেন বাংলার প্রাক্তন অধিনায়ক দীপ দাশগুপ্তের কথা।এ প্রসঙ্গে তিনি বলেন যে বাংলার ক্রিকেটারদের কথা তিনি চিন্তা করছেন। এবং একটা ভাল দল গড়তে তাদের প্রয়োজন আছে বলেও সাংবাদিক সন্মেলনে জানান তিনি।
দিল্লিতে গোর্খাল্যান্ড নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের বিরোধীতা থেকে কমিউনিস্টদের সমালোচনা-ভিন্নবাসরের প্রতিনিধি স্বরুপ বোসের সামনে মুখ খুললেন আমরা বাঙ্গালীর নেতৃত্ব

No comments:

Post a Comment