

আই পি এলে দল কিনতে আগ্রহ প্রকাশ করলেন সলমান খান। আজ এ নিয়ে ললিত মোদীর সঙ্গেও দেখা করেন তিনি।
উল্লেক্ষ্য আগামী বছরে এই প্রতিযোগীতায় বাড়তে চলেছে আরও দুটি দল। সম্ভবত আমেদাবাদের দলটি কিনতে চলেছেন অনিল আম্বানী। অপর দলটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করলেন সলমান।
এখানেও সলমান-শাহরুখ লড়াই ভালো জমবে বলে আশা করছে বিশেষজ্ঞ মহল।
নাইট রাইডার্সের কোচের দৌড়ে সন্দীপ পাতিল-
নাইট রাইডার্সের কোচ হতে পারেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাতিল। আগামী ৩০শে আগষ্ট তিনি ইন্টারভিউ দেবেন।শাহরুখ খানের বাড়ি মান্নতেই তিনি ইন্টারভিউ দেবেন। এছাড়াও সেই দিন ইন্টারভিউ দেবেন প্রাক্তন ভারতীয় কোচ জন রাইটও।
No comments:
Post a Comment