

দলীয় সঙ্কট! সংঘের দারস্থ না হয়ে উপায় নেই।বিব্রত বি জে পি সভাপতি রাজনাথ সিং তা বুঝেই নিজে গিয়ে দেখা করে দলের অবস্থা জানিয়ে এসেছেন সংঘ প্রধান মোহন ভাগবতকে৷ সিমলা চিন্তন বৈঠকে ঠিক কি আলোচনার পরিপেক্ষিতে যশোবন্ত সিংকে বহিস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাও তিনি জানিয়েছেন৷ এর পাশাপাশি দলের ভেতরে যে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একাধিক নেতা ক্ষোভ প্রকাশ্য মিডিয়াতে উগরে দিচ্ছেন তা নিয়ে আলোচনা হয়েছে৷
বৈঠক শেষে সেভাবে রাজনাথ সিং কিছু বলতে রাজি না হলেও সংঘ প্রধান যে দলের নেতৃত্বে'র আচরণে ও দলের শীর্ষ নেতৃত্বের কাজকর্মে বিরক্ত তা পরিস্কার করে দিয়েছেন৷ নভেম্বরে দলের কর্ম সমিতির বৈঠকে রাজনাথ, আদবানি সহ বেশ কিছু নেতার বিরুদ্ধে যে দ্বিতীয়স্তরের নেতারা ক্ষোভ উগরে দিতে পারেন তা এখন থেকে পরিস্কার৷ অবস্থা সমাল দিতে রাজনাথ ও আদবানি শিবির কি ভাবে নভেম্বরে অবস্থা মোকাবিলা করা হবে তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন বলে খবর৷ সংঘ প্রধান সরাসরি না হলেও রাজনাথ সিংকে বুঝিয়ে দিয়েছেন দলীয় নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন দরকার৷ এই পরিবর্তন দ্রুত করলে দলকে সঙ্কটের হাত থেকে রক্ষা করা যাবে৷ এদিকে সংঘ সূত্রে খবর এই দলীয় সঙ্কটের সময় কার হাতে দলীয় সঙ্কটমোচনের দায়িত্ব দেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা চলছে৷ আলোচনায় একাধিক নাম থাকলেও প্রায় কোন নাম নিযে সহমত তৈরি করা সম্ভব হচ্ছে না৷ আলোচনায় সুষমা স্বারাজ, অরুণ জেটলি, যশোবন্ত সিংহ, শিবরাজ সিং চৌহ্বান, নরেন্দ্র মোদী ও বেঙ্কাইয়া নাইডুর নাম রয়েছ।
No comments:
Post a Comment