Thursday, August 27, 2009

পূজোয় এবার কোথায় কি?-




প্রতীক্ষার আর মাত্র ২৮ দিন। নতুন রুপে সেজে উঠছে প্রতিটি পূজো মন্ডপ। কোন পূজো মন্ডপের এবার কি কি নতুন আকর্ষন তাই নিয়েই হাজির ভিন্নবাসর। উত্তর থেকে দক্ষিন কলকাতার সর্বত্রই ঘুরব আমরা। আজ আমাদের গন্তব্যস্থল-শোভাবাজার ৯-এর পল্লী সার্ব্বজনীন দুর্গোৎসব কমিটি।
ঠিকানা-নরেনদেব পার্ক, ৫৫, যতীন্দ্র মোহন এভিনিউ, কোল-৭০০০৫
শোভাবাজার মেট্রো স্টেশন সংলগ্ন।শোভাবাজার রাজবাড়ির নিকট।
বাজেট-এবছর ৪-৫ লক্ষ টাকা।
বিশেষ বৈশিষ্ট্য-বিরাট মেলা।
এবার দাগ কাটবে মন্ডপের উচ্চতা ও বিশালাকায় ও সুন্দর প্রতিমা।
মন্ডপ সজ্জা- সু-উচ্চ রথের আদলে এবং বিশেষ আকর্ষন পুঁতি ও বোতামের কাজ।
শূভ উদ্বোধন- পঞ্চমীর সন্ধ্যায়। উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় সরকারের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী প্রণব মুখার্জী।
প্রতিমা শিল্পী-কুমারটুলির প্রখ্যাত শিল্পী কার্ত্তিক পাল।
পূজোর অন্যতম কর্মকর্তা শ্রী দিলীপ সাঊ মহাশয় অক্লান্ত পরিশ্রমের দ্বারা এবারের পূজোকে সাফল্যমন্ডিত করতে বদ্ধপরিকর।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-৯০৫১৬৮৪৮৩২

No comments:

Post a Comment