
বায়তুল্লা মাসুদ জীবিত কিন্তু প্রচন্ড অসুস্থ-এমনটাই দাবি টিটিপি-র এক কমাণ্ডারের। এছাড়াও তাদের নতুন প্রধানের নির্বাচন তার নির্দেশ অনুসারেই হয়েছে বলে তিনি জানান।
ওয়ালিয়র রহমান নামক এই কমান্ডার জানান যে তাদের কাছে হাজারেরও বেশী আত্মঘাতী হামলা চালানোর লোক রয়েছে। তিনি এও বলেন যে মাসুদ দুই মাস পূর্বে তার হাতে সংস্থার সমস্ত দায়িত্ব তার হাতে তুলে দিয়েছিলেন।
সোয়াট অঞ্চলে সুরক্ষা বাহিনীর অপারেশন তালিবানদের উপর কোনও প্রভাব ফেলেনি বলেও তার দাবি।এই চাঞ্চল্যকর তথ্য জানার পর স্বভাবতই উদ্বিগ্ন সারা বিশ্ব।
ওয়ালিয়র রহমান নামক এই কমান্ডার জানান যে তাদের কাছে হাজারেরও বেশী আত্মঘাতী হামলা চালানোর লোক রয়েছে। তিনি এও বলেন যে মাসুদ দুই মাস পূর্বে তার হাতে সংস্থার সমস্ত দায়িত্ব তার হাতে তুলে দিয়েছিলেন।
সোয়াট অঞ্চলে সুরক্ষা বাহিনীর অপারেশন তালিবানদের উপর কোনও প্রভাব ফেলেনি বলেও তার দাবি।এই চাঞ্চল্যকর তথ্য জানার পর স্বভাবতই উদ্বিগ্ন সারা বিশ্ব।
No comments:
Post a Comment