

বুধবার প্রথম বিশ্ব মানবিক দিবস পালন করল জাতিসংঘ৷ উদ্দেশ্য- সারা বিশ্বে মানবিক ত্রাণ কর্মীরা যে সব বিপদের সম্মুখীন, তার প্রতি মনোযোগ আকর্ষণ করা৷
২০০৩ সালের ১৯শে অগাস্ট বাগদাদের ক্যানাল হোটেলে জাতিসংঘের কার্যালয়ে একটি গাড়ী বোমা আক্রমণ সংঘটিত হয়৷ যে ২২ জন মানুষ প্রাণ হারান, তাদের মধ্যে ছিলেন ইরাকে জাতিসংঘের বিশেষ দূত এবং প্রাক্তন মানবাধিকার হাই কমিশনার সের্জিও ডি মেলো৷ গতবছর জাতিসংঘের সাধারণ সম্মেলন ঐ ১৯শে অগাস্ট তারিখটিকে বেছে নেয় বিশ্ব মানবিক দিবস হিসেবে৷
উল্লেখ্য ২০০৮ সালে জাতিসংঘের মোট ১২২ জন কর্মী বিভিন্ন সংঘাতের এলাকায় কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন৷ দশ বছর আগে এই সংখ্যা ছিল ৩৬৷ ক্রমেই আরো বেশী জাতিসংঘের ত্রাণকর্মী সশস্ত্র হানা এবং অপহরণের শিকার হচ্ছেন৷ বিগত তিন বছরে যত আক্রমণ ঘটেছে, তার তিন-চতুর্থাংশ সংঘটিত হয়েছে বিশ্বের ছ'টি দেশে, যে তালিকায় প্রথমেই আসে সুদান, এবং বিশেষ করে দারফুরের নাম৷ এর পরের স্থানগুলোয় রয়েছে সোমালিয়া, আফগানিস্তান, চাদ, ইরাক এবং পাকিস্তান৷
মানবিক ত্রাণ কর্মীদের উপর ক্রমবর্ধমান আক্রমণের নানা কারণ আছে৷ কিন্তু মূল কথা হল যে তাদের পরিকল্পিত ভাবে লক্ষ্য করা হচ্ছে৷ আক্রমণকারী জঙ্গিরা হয় নৈরাজ্য সৃষ্টি করতে চায়; নয়তো তাদের রাজনৈতিক দাবী-দাওয়া আছে; এবং অনেক সময় নিছক টাকা সংগ্রহের তাগিদে৷ আবার মানবিক ত্রাণ কর্মীদের পশ্চিমা বিশ্বের প্রতিনিধি হিসেবে দেখার প্রবণতাও বেড়েছে৷
No comments:
Post a Comment