Thursday, August 20, 2009

বাংলার গুণিজনদের সম্বর্ধনা জানালো ভারতীয় রেল-উদ্যোগ স্বয়ং রেলমন্ত্রীর......




‘আমি বাংলার গান গাই’ থেকে ‘ও গানওয়ালা আরেকটি গান গাও’- প্রতুল মুখার্জী থেকে কবীর সুমন, বাংলার গানের জগতের উজ্বল নক্ষত্ররা আবার এক মঞ্চে। তার সাথে প্রাপ্তি শুভাপ্রসন্ন, বিভাস চক্রবর্তী, যোগেন চৌধুরীদের মতো ব্যক্তিত্বদের উজ্বল উপস্থিতি। সৌজন্যে ভারতীয় রেল আর উদ্যোগ রেলমন্ত্রী মমতা ব্যানার্জীর। সায়েন্স সিটি অডিটোরিয়ামে ভারতীয় রেলের অনুষ্ঠানে এমনই বিরল দৃশ্যের সাক্ষী হয়ে রইল হাজারো বাঙ্গালী।
এই প্রথম বাংলার গুণিজনদের ভারতীয় রেলের পক্ষ থেকে দেওয়া হল সম্বর্ধনা। সঙ্গে দেওয়া হল আজীবন প্রথম শ্রেণীতে যাতায়াতের সুযোগ। সম্বর্ধনা দেওয়া হল মহাশ্বেতা দেবী, অজয় চক্রবর্তী, অনুপ ঘোষাল, জয় গোস্বামী, নির্মলা মিশ্র, যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন, সুপ্রিয়া দেবী, প্রতুল মুখার্জীর মতো বাংলার উজ্বল নক্ষত্রদের।
আবেগে আপ্লুত গায়িকা নির্মলা মিশ্র ‘ও আমার ছোট বোন’ বলে মমতাকে সম্বোধন করে বলেন যে ‘কোন পার্টীর রং নয় একজন ভালো মানুষ হিসাবেই মমতাকে আমি ভালোবাসি’।
তাঁর গানের ঝুলি নিয়ে মঞ্চ মাতালেন গায়ক তথা সাংসদ কবীর সুমন।তাঁর ‘পুরোন সেই দিনের কথা’-র সাথে কণ্ঠ মেলালেন রেলমন্ত্রী মমতা ব্যানার্জীও।
এছাড়াও এই অনুষ্ঠানে রেলের কৃতী ছাত্রদের স্কলারশিপ প্রদান করা হয়। রেলের চতুর্থ শ্রেণীর কর্মীদের ছেলেমেদের পড়াশুনার জন্য প্রতি মাসে ১২০০ টাকা করে স্কলারশিপ দেওয়ার কথাও ঘোষনা করা হয়। এই একই মঞ্চে ২৪০ জন রেলকর্মীদের ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার প্রদান করা হয়।
বাংলার গুণিজনদের সন্মান জানানোর মধ্য দিয়েই ভারতীয় রেলের এই নতুন কর্মসুচী শুরু হল। আগামী বছর থেকে প্রতিটি রাজ্যের গুণিজনদেরই এভাবে সন্মান জানাবে ভারতীয় রেল বলে ঘোষনা করেন মমতা ব্যানার্জী।

No comments:

Post a Comment