Monday, August 24, 2009

তিনি শিল্পে আগ্রহী-আরও একবার বুঝিয়ে দিলেন মমতা......




আজ দিল্লিতে হয়ে গেল মমতা-পবন রুইয়ার বৈঠক। শীঘ্রই ডানলপ খোলার জন্য আবার পবন রুইয়ার কাছে আর্জি জানালেন রেলমন্ত্রী মমতা ব্যানার্জী।
তাঁর ‘ডু ইট নাও’ কথাটি শুধু মুখের কথা নয়। সেটা কার্যকরী করতে তিনি যে যথেষ্ট আগ্রহী তা আরও একবার বুঝিয়ে দিলেন রেলমন্ত্রী।
শুধু রুইয়া নয় তাঁর সাথে দেখা করতে চান আজিম প্রেমজীর মতো শিল্পপতিরাও।
বনিক সভার সাথে বৈঠকে রুইয়া ডানলপ ও জেসপের ব্যাপারে কিছু সমস্যা রয়েছে বলে তাকে জানিয়েছিলেন। আজ সেগুলি নিয়েও দুজনের মধ্যে কথা হয়।
গ্রামের মানুষদের সমর্থন তাঁর সাথে রয়েছে। এবার শিল্প-বান্ধব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে তরুন প্রজন্মের কাছে নিজের গ্রহনযোগ্যতা বাড়াতে একধাপ এগোলেন মমতা ব্যানার্জী।

No comments:

Post a Comment