Wednesday, August 19, 2009

গার্ডেনরিচে ঘটল ঘৃণ্য ইভটিজিং এর ঘটনা-দায়ী কারা ?...




‘ওরা শাসাল মেটিয়াবুরুজে চল্‌, তোকে দেখে নেব।’ এস এস কে এমের আই সি ইউ তে ঢোকার আগে আচ্ছন্ন, জড়ানো গলায় এমনটাই জানাচ্ছিলেন বিনোদ। এই সেই বিনোদ, স্কুল ছাত্রীদের গাড়ির ড্রাইভার-যাকে গতকাল গার্ডেনরিচে ইভটিজারদের হাত থেকে ছাত্রীদের বাঁচাতে গুলি খেতে হয়েছে।
গল্পটি সেই পুরনো কিন্তু এর হিংস্র, বেপরোয়া চেহারা অন্যান্য ইভটিজিং এর ঘটনা থেকে এটিকে আলাদা করেছে। ঘটনাটি ঘটেছে কলকাতা বন্দর এলাকায় গার্ডেনরিচ রোডে।১১ ছাত্রী ও এক শিক্ষিকাকে নিয়ে স্কুলমুখী গাড়িটির পিছু নিয়েছিল মোটরবাইকে সওয়ার তিন যুবক।গাড়ির আরোহীদের কথায় তারা বারবার চলন্ত গাড়ির পাশে এসে নানারকম অঙ্গভঙ্গী করছিল। লক্ষ্য ছিল একটি মেয়ে, যাকে তারা বলছিল গাড়ি থেকে নেমে মোটরবাইকে উঠতে। গাড়ি না-থামালে খারাপ হবে বলে চালককে জানালা দিয়ে শাসাচ্ছিল বারবার।
তবু গাড়ি না থামিয়ে প্রতিবাদ করেন গাড়ির চালক বিনোদ আর তারই মাসুল তাকে দিতে হয় গুলিবিদ্ধ হয়ে।
এই ঘটনার জন্য এলাকাবাসী পুলিশকেই দোষারোপ করছেন। তাঁদের অভিযোগ, এখানে সবসময় নানা ধরনের দুষ্কৃতি অবাধে ঘুরে বেড়ায়। স্থানীয় বাসিন্দা প্রদীপ সিংহ বলছেন, “এখানে ইভটিজিং জল-ভাত হয়ে গেছে। তা নিয়ে পুলিশের বিন্দুমাত্র মাথাব্যাথা নেই।” বাসিন্দারা যথারীতি ক্ষুব্ধ এবং তাদের অভিযোগ-সকালবেলা মোটরবাইকে চেপে রিভলভারধারী তিন-তিনটে ছেলে এলাকা দাপিয়ে বেড়াল অথচ পুলিশ টেরই পেলনা।
দুষ্কৃতিদের পরিচয় জানা না গেলেও তারা যে মেটিয়াবুরুজের মুসলিম পাড়ার বাসিন্দা তা নিয়ে বাসিন্দাদের মনে কোনও সন্দেহ নেই। কারণ তাদের উক্তি থেকেই তা পরিস্কার হয়ে গেছে। এবং দিনের পর দিন সেই পাড়ার দুষ্কৃতিদের দৌরাত্ম বেড়ে চলেছে। কিন্তু পুলিশ নীরব।

No comments:

Post a Comment