

২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে মঙ্গল অভিযান করবে ভারত৷ ইন্ডিয়ান স্পেশ রির্সাচ অর্গানাইজেশন বা ইসরো'র পক্ষ থেকে চেয়ারম্যান জি মাধবন নায়ার একথা জানিয়েছেন। তিনি বলেন অভিযানের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছে৷ ইতিমধ্যে ইউ পি এ সরকার প্রাথমিক ভাবে কাজ শুরু করার জন্য ১০ কোটি টাকা মঞ্জুর করেছে৷ কোন পথে ও কি ভাবে মঙ্গল অভিযান হবে তা বিস্তারিত ভাবে জানাতে রাজি হন মাধবন নায়ার৷ তবে মাধবন নায়ার জানিয়েছেন এই অভিযানের ক্ষেত্রে টাকা কোন সমস্যা হবে সেই আশ্বাস কেন্দ্রের পক্ষ থেকে পাওয়া গিয়েছে৷ মঙ্গলে অভিযান করার সময় চন্দ্র অভিযানে'র অভিঞ্জতা কাজে লাগবে৷ প্রয়োজনে বিদেশ নানা জায়গায় এই কাজের সঙ্গে যুক্ত বিশেষঞ্জদের পরমার্শ নেওয়া হবে বলে জানিয়েছেন৷ মঙ্গল অভিযান করতে ঠিক কত কোটি টাকা ব্যয় হতে পারে তার ধারণা দিতে পারেন নি ইসরো'র চেয়ারম্যান৷ তিনি জানিযেছেন এখন এই নিয়ে বিস্তারিত ভাবে বলা সম্ভব নয়৷ তবে ইসরো সূত্রে খবর মঙ্গল অভিযান করতে প্রচুর উন্নত প্রযুক্তি দরকার৷ তা আমদানি করা হোক অথবা দেশের বিঞ্জানী'রা তা উদ্ভাবন করুন তার জন্য বিনিয়োগ চন্দ্র অভিযানের তুলনায় বহু গুন বেশি৷ এদিকে ইসরো'র চেয়ারম্যান জানিয়েছেন চন্দ্র অভিযান সফল ছিল৷ বহু মহল থেকে যে অভিযান ব্যর্থ হওয়া নিয়ে যে আশঙ্কা করা হচ্ছে তা অ-মূলক৷ চন্দ্রায়াণ তার কাজে শতকরা ৯০ থেকে ৯৫ ভাগ সফল ভাবে শেষ করে ফেলেছিল৷ ঠিক কি কারণে চন্দ্রযানের সঙ্গে ইসরো'র যোগাযোগ বিচ্ছিন হয়ে গিয়েছে তা নিয়ে নিশ্চিত করে কিছু জানাতে রাজি নি ইসরো কর্তা৷
No comments:
Post a Comment