

পাঞ্জাবে দিনের পর দিন প্রতিবন্ধী শিশুর জন্ম ও কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে সম্পর্কের রহস্যটি সম্প্রতি এক তদন্তের ফলে জনসমক্ষে উন্মোচিত হয়েছে।
পাঞ্জাবের ভাতিন্ডা ও ফরিদকোটের স্বাস্থ্যকর্মীরা সেখানকার শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের ক্রমবর্ধমান সংখ্যা এবং ক্যান্সার রোগ নিয়ে খুবই চিন্তিত।
কিন্তু জার্মানীর এক ল্যাবরেটরিতে পরীক্ষা চালানোর পর জানা যায় যে অতিরিক্ত মাত্রায় ইউরেনিয়ামই তাদের এই প্রতিবন্ধকতার কারণ। পরীক্ষার পর এও জানা গেছে যে তাদের শরীরে এর পরিমাণ স্বাভাবিকের থেকে ৬০ গুন বেশী।
সম্প্রতি রাশিয়ার এক নিউক্লিয়ার রিসার্চ ইনস্টিটিউশন এক রিপোর্টে বলেছেন যে কয়লা চালিত তাপ-বিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে তরঙ্গের সৃষ্টি হয় তা মানুষের বসবাসের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক।এছাড়াও এর থেকে ইউরেনিয়ামের পরিমাণও স্বাভাবিকের থেকে বেড়ে যায়।২৪ মিলিয়ন মানুষের বাস এই স্থানে ভূমি গর্ভস্থ জলে ইউরেনিয়ামের পরিমাণ প্রায় ১৫ গুণ বেশী।
এই প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা হয়ে থাকে ভাতিন্ডার বাবা ফরিদের চিকিৎসালয়ে। এখানকার অনেক শিশুই জন্মগ্রহন করে হাইড্রোফলি, মাইক্রোফলি, সেরিব্রাল পলসি প্রভৃতি রোগ নিয়ে।
ফরিদাকোটের এক ক্লিনিকের ডঃ প্রিতপাল সিং জানিয়েছেন যে এখানে দূষনের পরিমাণ নাটকীয়ভাবে বেড়ে গেছে।এই সমস্যা নিরসনে ভারত সরকারের অনীহা সাধারণ মানুষদের আরও দুশ্চিন্তায় ফেলেছে।উল্লেক্ষ্য, সরকার পাঞ্জাব সহ ভারতের অনেক স্থানে তাপবিদ্যুৎকেন্দ্র গড়ে তুলতে নানা পদক্ষেপ নিচ্ছে। কিন্তু সম্প্রতি পারমাণবিক শক্তির কয়েকজন বিঞ্জানী ঐ এলাকা ঘুরে গিয়ে জানিয়েছেন যে পানীয় জলে ইউরেনিয়ামের পরিমাণ খুব একটা বেশী বা উদ্বেগজনক নয়।যা খুবই বিস্ময়কর।
No comments:
Post a Comment