Friday, August 21, 2009

বণিকসভার মুখোমুখি রেলমন্ত্রী মমতা ব্যানার্জী......




জমি নিয়ে সমস্যা এড়ানো সম্ভব বলে আজ শিল্পপতিদের আশ্বস্ত করলেন রেলমন্ত্রী মমতা ব্যানার্জী। আজ কলকাতায় বণিকসভার এক অনুষ্ঠানে শিল্পপতিদের নানা দাবীর সম্মুখীন হন তিনি। সেখানে তাদের নানাভাবে সাহায্য করার কথাও তিনি বলেন।
কি কি আশ্বাস দিলেন মাননীয় রেলমন্ত্রী-
· ডানকুনি-বর্ধমান ডেডিকেটেড করিডর
· ডানকুনিতে কোল চেইন
· মনোরেল, চক্ররেলের ভাবনা
· মাঝেরহাটে পিপিপি মডেল শিল্প
· বানতলায় চর্ম শিল্প
· ডানকুনি ও আদ্রায় তাপবিদ্যুৎ কেন্দ্র
· পাবলিক-প্রাইভেট মডেলে উন্নয়ন
· জগমোহন ডালমিয়াকে সাহায্যের আশ্বাস
· চর্মশিল্পে বিষেশ নজর
এছাড়াও ‘ডানলপ খুলছেন না কেন’ এই নিয়ে পবন রুইয়াকে প্রশ্নও করলেন মমতা। তিনি বলেন যে কর্মীরা কাজ করার জন্য অপেক্ষা করছেন। জেসপ নিয়েও প্রশ্ন তুললেন তিনি।
ইতিমধ্যেই রেলের ১ লক্ষ ১২ হাজার একরের ল্যান্ড ব্যাঙ্কও তৈরি বলে রেলমন্ত্রী জানান।
উল্লেখ্য প্রতি তিন মাস অন্তর তিনি শিল্পপতিদের সাথে বৈঠক করবেন।

No comments:

Post a Comment