

সিমলার চিন্তন বৈঠকে চিন্তার প্রথম ফসল ছিল জিন্না সম্পর্কে বই লিখে দেশ ভাগের জন্য জহলাল নেহেরু সহ বল্লভ ভাই প্যাটেলকে দায়ী করার অভিযোগে বি জে পি নেতা যশোবন্ত সিং'কে দল থেকে বহিস্কার করা৷ বহিস্কারের পর বেশ কিছু সময় কেটে গেলেও কিন্তু প্রকাশ্যে কোন বি জে পি নেতা যশোবন্ত সিং'র সর্মথনে এগিয়ে আসে নি৷ যদিও যশোবন্ত বারংবার দাবি করেছেন একাধিক শীর্ষ বি জে পি নেতা তার সঙ্গে নিয়মিত ভাবে যোগাযোগ রাখেন৷ এমন কি দলীয় সিদ্ধান্তের তারা নীতিগত ভাবে বিরোধী৷ যদি তাদের নাম কোন সময় প্রকাশ্যে আনে নি যশোবন্ত সিং৷ এবার কিন্তু বি জে পি নেত্রী মেনকা গান্ধী সরাসরি সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন যে অপরাধে যশোবন্ত সিং'কে দল থেকে বহিস্কার করা হয়েছে তা কোন ভাবে সর্মথন করা যায না৷ অতীতে দেখা গিয়েছে ব্যক্তি বিশেষ ঘটনার সঙ্গে দলীয় মতাবাদের সঙ্গে ব্যক্তি মতবাদ এক হচ্ছে না৷ তবে তার জন্য কোন ব্যক্তিকে দল থেকে বহিস্কার অ-বিবেচকের মত সিদ্ধান্ত৷ দল থেকে বহিস্কার হওয়ার পরে সাংবাদিকদে'র সঙ্গে কথা বলতে গিয়ে যশোবন্ত সিং যে প্রসঙ্গ তুলেছিলেন সেই প্রসঙ্গ তুলেছেন মেনকা গান্ধী৷ তিনি বলেন বই প্রকাশ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে যশোবন্ত সিং'কে বহিস্কার করা হল৷ যারা বহিস্কার করলেন তারা বইটা পড়ে দেখলেন না, এটা অন্যায় করা হয়েছে৷ অন্তত দল থেকে বহিস্কার হওয়ার মত অপরাধ এই ঘটনা নয়৷ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সরাসরি আদবানি'র কথা না বললেও বুঝিয়ে দিয়েছেন বৈঠকে দলের সিনিয়ার নেতাদের আরও সময় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত ছিল৷
No comments:
Post a Comment