

রাজীব গান্ধী পুরস্কার পেলেন অভিনব বিন্দ্রা, শাহিদ কাপুর...
ভারতের হয়ে অলিম্পিকে প্রথম স্বর্ণপদক অর্জনকারী অভিনব বিন্দ্রা ও অভিনেতা শাহিদ কাপুর সন্মানীয় রাজীব গান্ধী পুরস্কারে ভূষিত হলেন। একবিংশ শতাব্দীতে ভারতের সাফল্যের পেছনে আছে এমন ব্যক্তিত্বদের এই পুরস্কারে এবার ভূষিত করা হল।
সেনসেক্স পড়ল ২২৬ পয়েন্ট...
মঙ্গল্বার ২৫০ পয়েন্টেরও বেশি অঠার পর বুধবার এক ধাক্কায় সেনসেক্স পড়ে গেল ২২৬ পয়েন্ট। এ দিন বাজার বন্ধের সময় সূচক ছিল ১৪,৮০৯.৬৪ অঙ্কে।সারা দিনে সূচক ওঠানামা করেছে ৪০০ পয়েন্টেরও বেশী।
সৌরভ আবার ফুটবল ময়দানে...
মাস খানেক আগে বারাসত স্টেডিয়ামে ফুটবল খেলেছিলেন তিনি। এবার কলকাতা ময়দানে ফুটবল খেলতে নামবেন তিনি। উপলক্ষ্য-সেন্ট্রাল ব্যাঙ্ক অফিসার্স ইউনিয়নের রজত জয়ন্তী।
No comments:
Post a Comment