Friday, August 7, 2009

ন্যানোর বুকিং বাতিল করলেন ক্রেতা......


টাটা'র স্বপ্নের ছোট গাড়ী ন্যানো বাজারে আসার পরে তা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে৷ এখন পর্যন্ত দেশ জুড়ে যে কয়েকজন ভাগ্যবানের হাতে ন্যানোর চাবি গিয়েছে তারা সকলে নিজের কপালকে ধন্য-ধন্য করছেন। তবে এমন সম্ভাব্য ক্রেতা আছেন যারা টাটার উপরে বিরক্ত! আবাক হলেও ব্যাপারটা সত্য৷ বিরক্তিতে ন্যানো বুকিং ক্যান্সেল করেছেন এমন উদাহরণও আছে।দেশের প্রথম মহিলা ফটো জার্নালিস্ট টাটার ন্যানো বাজারে আসবে শুনে বেজায় খুশি হয়েছিলেন৷ এক লক্ষ টাকায় ছোট গাড়ী৷ তখন মনে মনে ঠিক করেছিলেন ন্যানো একটা নেবেন৷ তার পরে খোঁজ রাখতে শুরু করেন কবে কোথায় কি ভাবে বুকিং পর্ব শুরু হবে৷ সিঙ্গুরের মায়াজাল কাটিয়ে যখন টাটা মোটর্স ঘোষণা করে ব্যাঙ্কের মাধ্যমে ন্যানো বুক করা সম্ভব তখন সত্যি খুশি হয়েছিলেন দেশের প্রথম মহিলা ফটো জার্নালিস্ট ৯৬ বছরের হোমি ভারুয়াল্লা৷ আত্মীয় পরিজনদের সহায়তায় বুক করেছিলেন ন্যানো। তার পরে স্বপ্নের গাড়ী পাওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কে জমা করেছিলেন ৯৫০০০ হাজার টাকা। গত ৯-ই এপ্রিল টাটার পক্ষ থেকে তাঁকে লিখিত ভাবে জানিয়ে দেওয়া হয় গাড়ী আগামী দুই মাসের মধ্যে তার হাতে তুলে দেওয়া হবে। তবে কোথায় কি! টাটার ন্যানো বাজারে এসে গেলেও এখন গাড়ীর চাবি হাতে পান নি এই মহিলা ফটোগ্রাফার৷ এখন শুধু বিরক্ত, ন্যানো আর নেবেন না। তার জন্য চিঠি লিখে টাটা কতৃপক্ষকে জানিয়ে দিয়েছেন ন্যানোর দরকার নেই। স্বাদ মিটে গেছে।ন্যানো বিশ্বের সব থেকে কম মূল্যের ফ্যামিলি কার৷। তবে এভাবে যে প্রত্যাখ্যাত হতে হবে ভাবেন নি সম্ভবত ন্যানোর গর্বিত মালিক রতন টাটা।

No comments:

Post a Comment