Wednesday, July 29, 2009

অস্ত্র সংবরণ চুক্তি মানছেনা জঙ্গী সংগঠনগুলি-উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রক...




কেন্দ্রের সঙ্গে স্বাক্ষরিত অস্ত্র সংবরণ চুক্তি মানছেনা উত্তরপূর্বের জঙ্গী সংগঠনগুলি।এ ব্যাপারে কেন্দ্রের উদ্বেগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম।গতকাল লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন যে নাগাল্যান্ডের জঙ্গী সংগঠনগুলি কেন্দ্রের সঙ্গে থাকা ‘সিজ ফায়ার’ চুক্তি যখন তখন লঙ্ঘন করছে।

এছাড়াও সরকারী সূত্রে জানা গিয়েছে যে প্রতিবেশী দেশ মায়ানমারে আশ্রয় নিয়ে এই জঙ্গীগোষ্ঠীর সদস্যরা অস্ত্র প্রশিক্ষণ নিয়ে এদেশে ফের ঢুকছে।প্রতিবেশী দেশগুলি থেকে জঙ্গীরা অস্ত্রও সংগ্রহ করছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, গতকাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মাকেন জানান যে নকশাল প্রভাবিত রাজ্যগুলিতে একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় কেন্দ্র ৭৮০০ কোটি টাকা দিয়েছে। এছাড়াও চিদাম্বরম জানান, নাগা সংগঠনসহ উত্তরপূর্বের জঙ্গী গোষ্ঠীগুলি ‘আশ্রয়’ হিসাবে প্রতিবেশী দেশগুলিকে ব্যবহার না করতে পারে সেজন্য মায়ানমার ও বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাহিনীর টহলদারি বাড়ানো হয়েছে।উত্তরপূর্বের জঙ্গী গোষ্ঠীগুলি যাতে বাংলাদেশের মাটিকে ব্যবহার না করতে পারে সে ব্যাপারে দুই দেশের মধ্যে কথা হয়েছে।

No comments:

Post a Comment