Friday, July 3, 2009

বাঘের গতিবিধি জানতে নতুন প্রযুক্তি......




বাঘের গতিবিধি জানার জন্য সারা ভারতে এই প্রথম এক নতুন প্রযুক্তি চালু করছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প।
লোকালয়ে ধরা পড়া বাঘকে আবার বনে ছেড়ে দেওয়ার আগে এই প্রথম লেজে লাগিয়ে দেওয়া হবে মাইক্রোচিপ। এর সাহায্যে জানা যাবে বাঘের গতিবিধি। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা জানান, একই বাঘ বারবার লোকালয়ে আসছে কিনা তাও বোঝা যাবে এর মাধ্যমে।
সারা ভারতে প্রথম এই প্রযুক্তি সুন্দরবনে প্রয়োগের ফলে লোকালয়ে বাঘের আসা ও যাওয়া সহজেই বোঝা যাবে। উল্লেখ্য, সুন্দরবনের নিকটবর্তী গ্রামগুলিতে বাঘ ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। আক্রান্তও হয়েছে অনেক মানুষ।
এছাড়াও সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের জন্য অতিরিক্ত এক কোটি টাকাও বরাদ্দ করেছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প।

No comments:

Post a Comment