Wednesday, July 8, 2009

বঙ্গোপসাগরে আবার ভাসবে ভারতীয় নিউক্লিয়ার সাবমেরিন......




প্রায় দুই দশক পরে এ মাসের শেষেই ভারতের প্রথম নিউক্লিয়ার সাবমেরিন জলে ভাসতে চলেছে। উল্লেখ্য ১৯৮৮ সালে সোভিয়েত ইউনিয়নের থেকে তিন বছরের জন্য লিজ নেওয়া হয়েছিল চার্লি ক্লাস নিউক্লিয়ার সাবমেরিন।তারপর দীর্ঘদিন পরে বঙ্গোপসাগরে প্রাথমিক পরীক্ষার জন্য ভাসতে চলেছে আই এন এস চক্র।
সরকারী সূত্রে জানা গিয়েছে যে ভারতীয় নেভি ইতিমধ্যেই আরও দুটি একই ওজনের সাবমেরিনকে ছাড়পত্র দিয়েছে। ‘আই এন এস চক্র’নামক এই সাবমেরিনের মিসাইল বহন করার ক্ষমতাও রয়েছে।
উল্লেখ্য এই সাবমেরিনটি আগামী ২৬ শে জুলাই ভাসানোর পরিকল্পনা করেছিল ভারত সরকার।কিন্তু সাবধানী সরকার। ঘটনাক্রমে সেদিন কার্গিল বিজয় দিবস হওয়ায় কোন ঝুঁকি নিতে চাইছেনা কেন্দ্রীয় সরকার।কারণ এতে প্রতিবেশী দেশের কাছে কোন ভুল সংকেত পৌঁছতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এছাড়াও এই মুহুর্তে কোন অতিরিক্ত প্রচারও চাইছেনা সরকার।এর উদ্বোধনী অনুষ্ঠানে দেখা নাও যেতে পারে প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টোনিকে।

No comments:

Post a Comment