Tuesday, July 21, 2009

চন্দ্র অভিযানের ৪০ বছর......




এই বয়সেও তৃপ্ত নন তারা।এবার তাদের লক্ষ্য মঙ্গল গ্রহে অভিযান।এরা হলেন ১৯৬৯ সালের সফল চন্দ্র অভিযানের তিন নায়ক মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন ও নীল আমস্ট্রং।
দিনটা ছিল ২০ জুলাই, ১৯৬৯। যখন চাঁদের মাটিতে হাঁটছেন আমস্ট্রং আর অলড্রিন তখন অ্যাপালো ১১-য় চেপে চাঁদের কক্ষপথে চক্কর দিচ্ছেন কলিন্স।সেই প্রথম চাঁদের মাটিতে পা পড়েছিল মানুষের।তারপর কেটে গিয়েছে ৪০ বছর। আবার চাঁদে মানুষ পাঠাতে আগ্রহি নাসা। কিন্তু চাঁদে অভিযানের ব্যাপারে তিনজনই ভিন্নমত পোষন করেছেন।চাঁদের স্বপ্নে বিভোর থাকলেও তাদের আগ্রহ মঙ্গল অভিযানেই।
উল্লেখ্য মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা এই তিনজনকেই হোয়াইট হাউসে সন্মান জানালেন। তিনি এই তিনজনকে ‘প্রকৃত আমেরিকান নায়ক’ বলে ভূষিত করেন।
আর্মস্ট্রং বলেন যে “১৯৬৯ সালের অভিযানটি আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি শান্তিপূর্ণ প্রতিযোগীতার পথ খুলে দিয়েছিল।এতে দুদেশেরই লাভ হয়েছে।”
তবে এখন মঙ্গলের অজানা রহস্য উন্মোচনে তাঁরা যে বেশ আগ্রহী সে কথাই বোঝালেন তাঁরা।

No comments:

Post a Comment