

‘সোয়াইন ফ্লু’ এর হামলা বেড়েই চলেছে। বিশ্বের ১৩৬ টি দেশে সোয়াইন ফ্লুর জন্য দায়ী এইচ ওয়ান এন ওয়ান ভাইরাস আক্রান্ত মানুষ রয়েছে। আর ডাব্লিউ টি ও এর হিসাবে এর সংখ্যা প্রায় ৯৫ হাজার।
তাই চিন্তায় পড়েছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের মতে এই মারণ রোগ প্রতিরোধ করতে এক বিলিয়ন ডলারের তহবিল প্রয়োজন।
ডাব্লিউ টিও বলছে, গত শুক্রবারের পর পুরো পৃথিবীতে ৪৭ ব্যক্তি এই ভাইরাসের কারণে মারা গেছেন৷ আর আক্রান্ত হয়েছেন, চার হাজার পাঁচশ একানব্বই জন৷
যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই সংখ্যা আরো বেশি৷কারণ অনেকেই সামাজিক হেনস্থার ভয়ে রোগ প্রকাশ করেননা।
বিশ্ব সংস্থার রিপোর্ট অনুযায়ী আক্রান্তের পরিমাণে এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। Bildunterschrift: কারণ কা
বৃহস্পতিবার থেকে যে নতুন ১২হাজার সাতশ বিশ জন আক্রান্ত হয়েছেন তাদের অর্ধেকই যুক্তরাষ্ট্রের৷ এর পরই রয়েছে বিটেন, চিলি, মেক্সিকো এবং ফিলিপিনস৷
এদিকে এই ভাইরাসে বার্লিনে একটি স্কুলে আটজন শিশু অসুস্থ্য হয়ে পড়লে স্কুলটি বন্ধ ঘোষনা করা হয়৷শিশুদেরকে সাবধানে রাখার আবেদনও জানানো হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে।
জাতিসংঘের মহাসচিব তার বিবৃতিতে বলছেন, ভাইরাসটি মোকবেলার জন্য যে অর্থের প্রয়োজন তা বেশিরভাগই ব্যয় করা হবে গরীব এবং উন্নয়নশীল দেশ৷
No comments:
Post a Comment