

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মস্কো সফরের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন জর্জিয়া সফরে এসে সেদেশের প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করলেন৷
রাশিয়া ও জর্জিয়ার মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, তার আলোকে বাইডেনের এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে৷
ওবামা প্রশাসনের কোনো শীর্ষস্থানীয় প্রতিনিধি হিসেবে জো বাইডেন জর্জিয়া সফর করলেন৷ শীতল যুদ্ধের অবসানের পর পূর্ব ইউরোপের দেশগুলি একে একে ইউরোপীয় ইউনিয়ন ও সামরিক জোট ন্যাটোর সদস্য হয়ে চলেছে৷ অস্বস্তি সত্ত্বেও রাশিয়া তা মেনে নিয়েছে৷ কিন্তু ইউক্রেন ও জর্জিয়ার প্রশ্নে মস্কো অত্যন্ত স্পর্শকাতর৷ কৌশলগত কারণে রাশিয়া এই দুই দেশের ন্যাটোতে অন্তর্ভুক্তির ঘোরতর বিরোধী৷ তার উপর জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলির প্রতি রুশ নেতৃত্বের ব্যক্তিগত ক্রোধ রয়েছে৷ গত বছর জর্জিয়ার দুই বিচ্ছিন্নতাকামী প্রদেশ – আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়ার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে জোরালো সামরিক সংঘর্ষ ঘটেছে এবং একমাত্র দেশ হিসেবে রাশিয়া ঐ দুই প্রদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে৷ রাশিয়া কোনোমতে চায় না, মার্কিন সহায়তায় জর্জিয়ার সামরিক শক্তি আবার বেড়ে যাক৷ যুদ্ধের এক বছর পূর্তির ঠিক আগে বাইডেনের জর্জিয়া সফর তাই বিশেষ গুরুত্ব পাচ্ছে৷
বাইডেন জর্জিয়ার প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঠিকই, কিন্তু বুশের কার্যকালে সাকাশভিলি যে প্রায় অন্ধ সমর্থন পেতে অভ্যস্ত ছিলেন, বাইডেনের কাছ থেকে তিনি সেই ধরণের উষ্ণতা পান নি৷ অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, বুশ প্রশাসনের অন্ধ সমর্থনের ফায়দা তুলেই জর্জিয়া রাশিয়ার সঙ্গে সামরিক সংঘর্ষের পথে এগোনোর দুঃসাহস দেখিয়েছিল৷ বিচ্ছিন্ন দুই প্রদেশ ফিরে পেতে ভবিষ্যতে এমন কোনো সামরিক অভিযান সম্পর্কে জর্জিয়াকে সাবধানও করে দিয়েছেন বাইডেন৷ জর্জিয়ার গণতান্ত্রিক ঐতিহ্য ও সাকাশভিলি সরকার যেভাবে সংবাদ মাধ্যমের অধিকার খর্ব করে রেখেছে, তারও সমালোচনা করেছেন বাইডেন৷ প্রশাসনের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সকল শ্রেণীর অংশগ্রহণের উপর জোর দিয়েছেন তিনি৷ সংসদে দেওয়া এক ভাষণে বাইডেন নিরাপদ, মুক্ত, গণতান্ত্রিক ও আবার ঐক্যবদ্ধ এক জর্জিয়ার প্রতি মার্কিন সমর্থনের কথা বলেছেন৷
No comments:
Post a Comment