Wednesday, July 29, 2009

পাকিস্থানকে জবাব চিদাম্বরমের......




হাফিজ মহঃ সৈয়দকে গ্রেপ্তার করতে পারবেনা বলে পাকিস্থান সরকার ঘোষনা করার পর আজ মুখ খুললেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম।
তিনি বলেন পাকিস্থান ২৬/১১ নিয়ে এতদিন যা যা তথ্য চেয়েছে ভারত তাই-ই তাদের হাতে তুলে দিয়েছে। তদন্ত শুরু করার জন্য উপযুক্ত সময় পাকিস্থানকে তারা দিয়েছেন বলেও জানান তিনি। তবুও তারা ঠিকমতো তদন্ত শুরু করতে পারলেননা বলে পালটা অভিযোগ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য গতকাল পাক মন্ত্রী রেহমান মালিক ভারতকে জঙ্গীদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ দিতে বলেছিল যাতে তারা উপযুক্ত পদক্ষেপ নিতে পারে। এছাড়াও কিছু ভারতীয়ও মুম্বাই কান্ডে জড়িত ছিল বলে তিনি অভিযোগ করেছিলেন।
কিন্তু এর পরেও ভারতের পার্লামেন্টে আক্রমণের সাথে জড়িত ও লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা সৈয়দকে গ্রেপ্তার না করায় স্বভাবতই নারাজ ভারত সরকার।
২৬/১১ এর ঘটনার সাথে সৈয়দ যে জড়িত তার উপযুক্ত প্রমাণ সেদেশের তদন্তকারী এজেন্সীর কাছে রয়েছে বলে ইতিমধ্যেই দাবী করেছে কিছু পাক সংবাদমাধ্যম।
তাই পাকিস্থানকে কড়া জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম। তিনি বলেন যে প্রশ্নের উপর প্রশ্ন আর ভারত কে দোষারোপ না করে পাকিস্থান তদন্তের কাজটাই করুক।

No comments:

Post a Comment