Tuesday, July 28, 2009

সৌরশক্তির উৎপাদন বাড়াতে আগ্রহী ভারত.....




ভারত সৌর শক্তির পরিমাণ বাড়ানোর লক্ষ্য আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই স্থির করতে চলেছে। সৌর শক্তি উৎপাদনের পরিমাণ শূণ্য গিগা ওয়াট থেকে ২০২০ সালের মধ্যে ২০ গিগা ওয়াটে নিয়ে যাওয়া হবে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে।
হাসপাতাল থেকে হোটেল, গ্রাম থেকে শহর-ভারতের প্রায় প্রতিটি স্থানেই সৌর চালিত শক্তির সাহায্যে জ্বলবে আলো। পর্যবেক্ষকরা জানিয়েছেন যে ভারতের এই চির অবহেলিত বিদ্যুৎ ক্ষেত্রটিতে এই লক্ষ্য পূরণ করার মতো উন্নত পরিকাঠামো রয়েছে।এছাড়াও এতে যথেষ্ট পরিমাণে বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও তারা জানিয়েছেন।
এখনও ভারতের ৫৬ শতাংশ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছায়না। এছাড়াও প্রতিবেশী দেশ চায়নার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ভারতের থেকে পাঁচগুন বেশী।তাই বিদ্যুৎ এর ঘাটতি মেটাতে এই লক্ষ্য পূরণ হওয়া আবশ্যিক।
অপরদিকে ভারতীয় অর্থনীতি ৮-৯ শতাংশ হারে বেড়ে চলেছে। ফলে এই দেশ প্রায় ৪ শতাংশ গ্রীণ হাউস গ্যাস নির্গমণ করে। তাই বিশ্ব উষ্ণায়ন কমাতে সৌরশক্তির বেশী পরিমাণে উৎপাদন আবশ্যিক।
এছাড়াও ভারতের ‘ন্যাশনাল সোলার মিশন’-এ বলা হয়েছে যে প্রতিটি রাজ্যকে কিছু পরিমাণ সৌরশক্তি কিনে রাখতে হবে। উল্লেখ্য এখন সারা পৃথিবীতেই ১৪ গিগাওয়াট সৌর শক্তি উৎপাদিত হয়। আশা করা যাচ্ছে যে ভারতের এই পদক্ষেপ বিভিন্ন কোম্পানীর পক্ষেও লাভদায়ক হবে।

No comments:

Post a Comment