Monday, July 27, 2009

যৌন কেলেঙ্কারির ঘটনায় ধৃত আরকানসাসের এক পাদ্রী......




ঈশ্বরের আদেশ, তাই যৌনসঙ্গিনী হতে হয়েছে টনি আলামো নামক জনৈক এক পাদ্রীর। মাত্র আট বছর বয়স থেকেই তাদের শরীরের দখল নিয়েছে তথাকথিত ভগবানের দূত এই পাদ্রী।শেষ অবধি তাকে ধরা দিতেই হল আইনের কাছে।
১৭ থেকে ৩৩ বছর ব্য়সী এই পাঁচ মহিলা তাদের জবানবন্দিতে জানিয়েছেন যে তারা নাবালিকা থাকাকালীনই তিনি তাদের বিবাহ করেন।এমনকি তার আদেশ ছাড়া খাদ্য থেকে বস্ত্র কিছুই পেতেননা তারা।কিন্তু আলামোর কথায়, তিনি আরেক জন ঈশ্বরের দূত যাকে গোসপেলের জন্য জেলে যেতে হল।
তার এই যৌন অপরাধের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে জানান জুরি সদস্যরা।এছাড়াও তাদের সিদ্ধান্তে খুশি বলেও জানান তারা।
উল্লেখ্য অপরাধের জগতে তার এই প্রথম পা রাখা নয়। এর পূর্বেও ১৯৯০ সালে কর না দেওয়ার কারনে তাকে চার বছরের জন্য জেলে যেতে হয়েছিল। আরকানসাসের এই ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা বিশ্ব জুড়েই তথাকথিত এই ভগবানের দূতদের কেলেঙ্কারির ঘটনা যে দিন দিন বেড়েই চলেছে তা বলাইবাহুল্য।

No comments:

Post a Comment