Friday, July 3, 2009

রেল বাজেটের সমালোচনায় মুখর বিজেপি......




রেল মন্ত্রী মমতা ব্যানার্জী আজ রেল বাজেট পেশ করার পরই এর সমালোচনায় মুখর হল প্রধান বিরোধী দল বিজেপি।
এই বাজেট কে ‘তাড়াহুড়োর ফসল’ বলে একহাত নিলেন তারা। কংগ্রেস মুখপাত্র মণীষ তেওয়ারীও কম যাননা, তার পালটা জবাব-“ এই বাজেট ইউ পি এ সরকারের বিগত পাঁচ বছরের সাফল্যেরই ফলশ্রুতি”। মমতার সুরে সুর মিলিয়ে তিনিও বলেন যে, এই বাজেট ‘মা-মাটি-মানুষেরই’।
তিওয়ারী এ’ও বলেন যে সাধারণ মানুষের কথা ভেবেই আদিবাসী ও উপজাতি অধুষ্যিত এলাকা বিশেষ প্রাধাণ্য পেয়েছে এই বাজেটে।
বিজেপি সভাপতি রাজনাথ সিং বলেন যে, এই বাজেট সাধারণ মানুষের কিনা তা সময়ই বলবে। অপরদিকে বিহার এবং বিহারের মানুষের সাথে অন্যায় করা হয়েছে বলে অভিযোগ করেন বিহারের বিজেপির প্রভাবশালী নেতা শাহানওয়াজ হোসেন।

No comments:

Post a Comment