
স্বপন হালদার
নাগরিক সংবাদদাতা
স্বাধীনতার স্বপ্ন নিয়েই একদা গড়ে উঠেছিল স্বদেশী শিল্প। বঙ্গভঙ্গের প্রাক্কালে বৃহৎ বঙ্গের এই প্রচেষ্টা ছিল দৃষ্টান্তমূলক। যেমন, আচার্য প্রফুল্ল চন্দ্রের বেঙ্গল কেমিক্যাল ইত্যাদি।
স্বয়ং রবীন্দ্রনাথ, দেশবন্ধু চিত্তরঞ্জন পত্নী বাসন্তী দেবীর নামে বাসন্তী কটন মিলের নামকরন করেন। কম দামের ভালো বস্ত্র হিসাবে বাজারে এর সুনাম ছিল।
ঐ বিশাল কটন মিলে হিন্দু, মুসলিম ছাড়া উড়িষ্যা, মাদ্রাজ প্রভৃতি অঞ্চলের বহু শ্রমিক কাজ করতেন। প্রতিযোগীতা এবং আধুনিকীকরনের অভাবে এক সময় প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়।তারপর, বহু মুল্যবান দ্রব্য, মেসিন পত্র চুরি হয়ে যায়।
বর্তমানে নানান অশুভ শক্তির নজর পড়েছে এই মিলের উপর। বিশেষ করে প্রোমোটারদের আগ্রাসন শুরু হয়ে গেছে।বি টি রোড থেকে ব্যারাকপুর পর্যন্ত বন্ধ হয়ে থাকা বহু শিল্প প্রতিষ্ঠানই এখন প্রোমোটারদের অশুভ শক্তির নজরে পড়েছে।কিন্তু, উত্তর ২৪ পরগনার বেশীর ভাগ মানুষ চাইছেন যে, রবীন্দ্রনাথের স্মৃতি ধন্য এই বাসন্তী কটন মিল আবার নতুন ভাবে গড়ে উঠুক। বহু বড় বড় সাবেকি শিল্প বন্ধ হয়ে আছে। মানুষেরা চাইছেন বন্ধ হয়ে থাকা মিল গুলিতে আবার কাজের সাইরেন বেজে উঠুক।
No comments:
Post a Comment