

ইভিএম এ আর ভোট নয়, আবার চাই ব্যালটে ভোট- দাবি বিজেপির। তাদের অভিযোগ, ইভিএম এ কারচুপি করা যায়।আর বিজেপির এই অভিযোগকে সমর্থন করল সিপিএম।
বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানির সন্দেহ ইভিএম-এ কারচুপি হতে পারে। তিনি বলেন যে এতে কারচুপি হলে তা ধরা প্রায় অসম্ভব তাই ব্যালট পেপারের বিকল্প নেই। অপরদিকে সিপিএম এর পলিট ব্যুরো সদস্য বিমান বসু বলেন “পৃথিবীব্যাপী সব দেশ ব্যালটে ফিরে গেছে। আমেরিকার সর্বশেষ নির্বাচনেও ব্যালট ব্যবহার করা হয়েছে। তাই স্বচ্ছ ভোট করতে আবার ব্যালটেই ফিরে যাওয়া দরকার।”
আদবানির এই সন্দেহ কে উসকে দিল দিল্লীর মুখ্যসচিব উমেশ সায়গল। নির্বাচন কমিশনের কর্তাদের সামনে ইভিএম মেসিন চালিয়ে তিনি প্রমান করে দেন, এটি সম্পুর্ণ নিরাপদ নয়। কীভাবে এর মাধ্যমে ভোট জালিয়াতি করা যায়, তাও কমিশনকর্তাদের দেখান উমেশ।
আদবানির সুরে সিপিএম সুর মেলানোয় তাজ্জব গোটা রাজনৈতিক মহল।‘বৈদ্যুতিন ভোটযন্ত্রে কারচুপি করা যায়’-তৃণমূল নেত্রীর এই অভিযোগকে পূর্বে বহুবার উড়িয়ে দিয়েছিল সিপিএম।কার্যত লোকসভা ভোটে মুখ পুড়িয়ে দিশেহারা সিপিএম শেষ পর্যন্ত বিজেপির সুরে সুর মেলাচ্ছে।
No comments:
Post a Comment