Tuesday, July 7, 2009

আয়লায় ক্ষতিগ্রস্থ ছাত্র-ছাত্রীদের বইপত্র দেওয়ার জন্য অনুরোধ......




গত ২৫শে মে, সামুদ্রিক ঘূর্ণিঝড় আয়লার ভয়ঙ্কর তান্ডবে ক্ষতিগ্রস্ত হয় সমগ্র দক্ষিন বঙ্গ।লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি ভেঙ্গে গেছে। সমুদ্রের নোনা জল ঢুকে প্রায় ৪ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট করেছে।শূধু তাই নয় এই অঞ্চলে বহু সরকারী এবং বেসরকারী বিদ্যালয়ও আছে। বিশেষ করে প্রাইমারি ও ছোট ছোট নার্সারী বিদ্যালয়গুলিরই বেশী ক্ষতি হয়েছে। কারণ, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয় গুলি পাকা বাড়ির উপরই তৈরি।
রাজ্যের মুখ্যমন্ত্রী সুন্দরবন অঞ্চলের ক্ষতিগ্রস্ত গ্রামগুলি পরিদর্শনে এসে ঘোষনা করেছিলেন যে, আয়লায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক ছাত্র-ছাত্রীদের ৫০০ টাকা করে অনুদান দেওয়া হবে।
কিন্তু, প্রাইমারী বা ছোট ছোট বেসরকারী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ব্যাপারে কোন কথা হয়নি। অথচ মনসাদ্বীপের গঙ্গামনী শিশূ নিকেতনের প্রধান শিক্ষিকা পুর্ণিমা দাস জানালেন যে তাদের ভেঙ্গে যাওয়া বিদ্যালয়ের এখনই সংস্কার প্রয়োজন।কিন্তু রয়েছে টাকার সমস্যা।গোসাবার রাঙাবেলিয়ায় বনলতা শিক্ষা নিকেত্নের ছাত্র-ছাত্রী এবং গ্রামবাসীদের জন্য খিচুড়ীর ব্যবস্থা হলেও রয়েই গেছে বই-পত্রের সমস্যা।সবই জলে ডুবে গেছে।কুলতলির দেশবন্ধু নার্সারী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বই নেই। ঐ অঞ্চলে বই নিয়ে রয়েছে একই সমস্যা।রাঙাবেলিয়ার টেগর সোসাইটি ক্ষতিগ্রস্ত মানুষদের নানাভাবে সাহায্য করেছে। কিন্তু বই-পত্রের সমস্যা থেকে গেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকারা বিভিন্ন প্রকাশক, ক্লাব, এন জি ও, এমনকি জেলা শাসকের কাছেও এই বিষয়টির উপর দৃষ্টি আকর্ষণ করে যাতে বিনা পয়সায় বই পাওয়া যায় তার জন্য অনুরোধ জানিয়েছেন।

No comments:

Post a Comment