Tuesday, July 14, 2009

পিঙ্ক স্লিপের কারণে স্লিপলেস রাত......




ভয় আতঙ্কে দিন কাটছে অনেকের-চাকরিটা থাকবে তো? যেভাবে ছাঁটাই চলছে, তাতে অনেকের সর্বনাশ। যদিও পৌষ মাস আসছে ভারতের অর্থনীতিতে।এমনটাই দাবী।
বোস্টন অ্যানালিটিক্স-এর মাসিক সমীক্ষায় দেখা গেছে গত বছরের আগষ্ট মাস থেকেই এই হার ক্রমশ নিম্নগামী। উল্লেখ্য দিল্লি, মুম্বাই, কোলকাতা নিয়ে মোট ১৫ টি শহরের উপর এই সমীক্ষা চালানো হয়েছিল।
অর্থনৈতিক মন্দার কারণে গয়না, চামড়া, প্রযুক্তি, বিমান পরিষেবা প্রভৃতি রপ্তানিমূলক ক্ষেত্রগুলির অবস্থা খুবই সংকটমূলক। এখনও তারা এই সংকট কাটিয়ে উঠতে পারেনি।
বোস্টন অ্যানালিটিক্সের গত মাসের সমীক্ষায় দেখা গেছে যে ২২ শতাংশের আশা আগামি ১২ মাসের মধ্যে এই আবস্থার অনেকটা উন্নতি হবে।যেখানে মে মাসে ১৯ শতাংশ এই আশা করেছিল।
যদিও কোম্পানীগুলি তাদের ব্যবসার দ্রুত শ্রী-বৃদ্ধির ব্যাপারে আশাবাদী। কিন্তু কর্মচারীরা সে আশা দেখা ভুলেই গেছেন।
উল্লেখ্য প্রায় ৪৩ শতাংশ চাকরীর পরিবর্ত কিছুর চিন্তা করছেন। চাকরী থেকে যেকোন মুহুর্তে ছাঁটাই হবার আশঙ্কায় তারা এখন এই পথ মাড়াতেই চাইছেননা।

No comments:

Post a Comment