Saturday, July 4, 2009

রেকর্ড লাভ সি এ বির......




চলছে আর্থিক মন্দা। তবুও রেকর্ড লাভ করল সি এ বি। এবার লাভ হয়েছে ১৪ কোটি ৯৯ লক্ষ টাকা। গতকাল ফিনান্স কমিটির বৈঠকে এই হেসাব পেশ করা হয়।
কোষাধক্ষ্য বাবলু গঙ্গোপাধ্যায় জানালেন যে, সি এ বির ইতিহাসে এত বড় আর্থিক লাভ এই প্রথম। এবার অবশ্য ইডেনে কোনও আন্তর্জাতিক ম্যাচ হয়নি। তবে কতৃপক্ষ জানালেন যে সৌরভের সংবর্ধনা, এলিটে ওঠা বাংলার ক্রিকেটারদের আর্থিক পুরস্কার ইত্যাদি খাতে দু’লক্ষ টাকা ব্যয় হয়েছে।
লাভের পুরো টাকাটাই ইডেন সংস্কারের কাজে ব্যয় হবে বলেও জানান তারা।
সি এ বির লাভ হয়েছে কিন্তু জেলাগুলির ভাগ্যে কিছু জুটবে কি! আর্থিক সাহায্য পেয়ে জেলা থেকে উঠে আসতে পারবে কি তরুণ প্রতিভাবান ক্রিকেটার।কি ভাবছেন জগু বাবু।
এছাড়াও সি এ বি দু লক্ষ টাকা যে সব খাতে ব্যয় করেছে সেখানে প্রাক্তন খেলোয়াড়দের সাহায্য করতে একটি টাকাও ব্যয় করা হয়নি। আগামী বছরে এ নিয়ে ভাববার সময় হবে কি সি এ বি কর্তাদের! আমরা অপেক্ষায় রইলাম।

No comments:

Post a Comment