Thursday, July 16, 2009

ভারত কে সতর্ক করল নিরাপত্তা পরিষদ......


ভারতে আবার আঘাত হানতে পারে লস্কর-ই-তইবা। এই সাবধানবানী শুনিয়েছেন নিরাপত্তা পরিষদের আধিকারিকরা। মুম্বাই হামলার পেছনেও এই জঙ্গী গোষ্ঠীরই হাত ছিল বলে দাবী তাদের।
ভারত ও পাকিস্থানের মধ্যে উত্তেজনা বাড়াতে তারা সর্বদাই সচেষ্ট বলে জানিয়েছেন আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদের কো-অর্ডিনেটর রিচার্ড ব্যারেট।
এছাড়াও পাকিস্থানের লাহোরেও আক্রমণ চালিয়েছেন তারা।এমন কি এদের হাতেই কাশ্মীরেও আক্রান্ত হয়েছে পাকিস্থান সৈন্যরা।
তাদের সাথে রয়েছে তালিবানদের নিয়মিত যোগাযোগ-এমনটাও দাবী করেছেন তারা। ফলে উদ্বেগ বাড়িয়েছে ভারত সহ উপমহাদেশের রাষ্ট্রগুলির।এমন কি ভারত সহ বিভিন্ন দেশের সীমান্তে মাদক দ্রব্য পাচারের কাজে তালিবানদের তারা নিয়মিত সাহায্য করে বলেও জানা গিয়েছে।
ব্যারেটের কথায় “চীনের ঊরুমকি প্রদেশের জাতিদাঙ্গার পেছনেও তাদের হাত ছিল”।
এই দেশগুলির মধ্যে ভারত তাদের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন নিরাপত্তা পরিষদের অধিকর্তারা।

No comments:

Post a Comment