
আম্বানী-স্পিলবার্গ চুক্তি...
অনিল আম্বানীর সঙ্গে বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্টিফেন স্পিলবার্গ চুক্তিবদ্ধ হলেন। ৮২৫ মিলিয়ন ডলারের এই চুক্তি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে বৃহত্তম। অনিল আম্বানীর রিলায়েন্স বিগ এন্টারটেনমেন্ট এবং লস্ এঞ্জেলসের ড্রিমওয়ার্কস স্টুডিও একত্রে বছরে ৬টি সিনেমা তৈরী করবেন সারা বিশ্বের জন্য।
কৃত্রিম পতঙ্গ তৈরির চেষ্টা জাপানী বিজ্ঞানীদের....
টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিওহেই কানজাকি তিন দশক ধরে পতঙ্গের মস্তিষ্ক নিয়ে গবেষণা করছেন৷ তবে তাঁর প্রধান উদ্দেশ্য মানব মস্তিষ্ক আয়ত্ত করা৷ অসুখ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানব মস্তিষ্ক সারানোর বড় উদ্দেশ্য সামনে রেখেই তাঁর গবেষণা৷ মূলত একাজ করতে গিয়েই পতঙ্গের ক্ষুদ্র মস্তিষ্কের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দেন তিনি৷আর এর জন্যই কৃত্রিম পতঙ্গ তৈরিতে ব্যস্ত এই অধ্যাপক।
অর্থনৈতিক মন্দার শিকার কুমোরটুলি...
আসছে শরৎ-আসছেন দেবী দুর্গা, তাই বাঙ্গালীর মুখে হাসির ছোঁয়া। কিন্তু মুখে হাসি নেই মা দুর্গার মূর্তি তৈরীর কারিগরদের। এবার কোলকাতার কুমোরটুলিও অর্থনৈতিক মন্দার শিকার হল। বিদেশে এবার কম পাড়ি দিচ্ছে কুমোরটুলির মূর্তি। প্রতি বছরের তুলনায় প্রায় ১০-১২টি মূর্তি কম যাচ্ছে বিদেশের বাজারে। তাই চিন্তার ছায়া কুমোরটুলিতে।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতীকি প্রতিবাদ...
সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতীকি প্রতিবাদ জানাতে হোটেল তাজ-কেই বেছে নিলেন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিনটন৷ ২৬/১১- এর রাতে এই তাজেই হামলা চালিয়েছিল পাকিস্থানের জঙ্গিরা৷মারা গিয়েছিল ১৮০ জনেরও বেশী৷
এই নিয়ে দ্বিতীয়বার ভারতে আসছেন তিনি৷ ভারত সফরে তার থাকার ব্যবস্থা নিয়ে কথা উঠলে হিলারি নাকি তাজ হোটেলকেই বেছে নেন৷ মুম্বাই পুলিশের মতে, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই নাকি সন্ত্রাস আক্রান্ত হোটেলটিকে বেছে নিলেন তিনি৷
সেরা বাঙ্গালী...
রোজগারের হিসাবে ১০ জন বিশ্বসেরা কৌতুকাভিনেতার অন্যতম কানাডার রাসেল পিটার্স(৩৮)। বাবা এরিক, মা মরিন-দুজনেই বাঙ্গালী। কোলকাতার লোক এরা। কিন্তু রাসেলের জন্ম টরেন্টোয়। আয় বছরে এক কোটী ডলার।
টেস্টে শীর্ষে গম্ভীর, একদিনে ধোনি...
আই সি সির টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন গৌতম গম্ভীর।চার বছর পর তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি শীর্ষস্থান দখল করলেন। তার সংগ্রহে রয়েছে ৮৪৭ পয়েন্ট।
No comments:
Post a Comment