Tuesday, July 28, 2009

বালুচিস্থানের ঘটনায় ভারতের হাত নেই......




ভারতকে চাপে রাখতে কয়েকদিন পূর্বে পাকিস্থান সরকার অভিযোগ করেছিল যে বালুচিস্থানে দাঙ্গাকারীদের সাহায্য করছে ভারত।কিন্তু তা সত্যি নয় বলে জানালেন বালুচিস্থানেরই জাতীয় স্তরের এক নেতা।
সেখানকার জাতীয় স্তরের নেতা সুলেমান খান বলেন যে বালুচিস্থানের ব্যাপারে ভারত কোন হস্তক্ষেপ করেনি। পাকিস্থান সারা বিশ্বকে তাই দেখাতে চেয়েছে এবং সেটা তাদের কারসাজি বলেও জানান তিনি। তিনি বলেন “যদি ভারতের সাহায্য পেতাম তাহলে আমদের অবস্থা এরকম থাকতোনা।”
বালুচিস্থানের নেতাদের বারবার আবেদন সত্বেও ভারত হস্তক্ষেপ করা থেকে নিজেদের বিরত রেখেছে বলেও জানান তিনি। এছাড়াও তিনি বলেন যে পাকিস্থানী অবরোধের বিরুদ্ধে সংগ্রামে ভারতের সমর্থন তারা বারবার চেয়েও পায়নি।
উল্লেখ্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন বৈদেশিক এত সমস্যা থাকতে ভারত কেন বালুচিস্থানের সমস্যায় হস্তক্ষেপ করবে। পাকিস্থান যে শুধুমাত্র ভারতকে চাপে রাখতেই এই অভিযোগ করেছিল তা বলাইবাহুল্য।

No comments:

Post a Comment