Monday, July 13, 2009

সারকো্জি-মনমোহন বৈঠক......




ফ্রান্সের রাষ্ট্রপতি নিকোলাস সারকোজির আমন্ত্রণ রক্ষা করতে আজ ফ্রান্স যাচ্ছেন প্রধান মন্ত্রী মনমোহ সিংহ। ফ্রান্সের সফর'কে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর সচিবালয়৷ একাধিক দ্বি-পাক্ষিক বিষয় সহ ও নানা আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে৷ তবে প্রধানমন্ত্রীর সফরে সব থেকে বেশি গুরুত্ব পাবে ফ্রান্সের সঙ্গে অসামরিক পরমাণু চুক্তি ও সন্ত্রাস মোকাবিলায় যৌথ ব্যবস্থা৷ আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি হওয়ার পরে একাধিক দেশ ভারতের সঙ্গে অসমারিক পরমাণু চুক্তি করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে৷ সদ্য সমাপ্ত জি-৮ সন্মেলনে গোষ্ঠী ভুক্ত সমস্থ দেশ কিন্তু ভারতের সঙ্গে অসামরিক পরমাণু চুক্তি করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে৷ মনে করা হচ্ছে প্রধানমন্ত্রীর সফরে অসামরিক পরমাণু চুক্তি ও সন্ত্রাসবাদের মোকাবিলায় কি যৌথ ব্যবস্থা নেওয়া সম্ভব তা নিয়ে আলোচনা হবে৷ অন্যদিকে ভারত ও ফ্রান্সের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির ব্যাপারেও আলোচনা হবে৷
ফ্রান্স সফর সেরে প্রধান মন্ত্রী যাবেন ১৫-তম ন্যাম সামিটে যোগ দিতে৷ সেখানে ভারতের প্রধানমন্ত্রীর মনমোহন সিং এর সঙ্গে একান্ত বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি৷ সেই বৈঠক উপমহাদেশের সন্ত্রাস বন্ধের জন্য পাকিস্তান'কে সংগঠিত ভাবে ব্যবস্থা নেওযার জন্য প্রধানমন্ত্রী চাপ দিতে পারেন বলে মনে করা হচ্ছে৷

No comments:

Post a Comment