

তবে এ নিয়ে শুধু আবেগপ্রবনই হয়ে পড়েননি তিনি। কড়া সমালোচনা করেছেন দিল্লি আর ঢাকা প্রশাসনের। বাংলাদেশ কে ‘আধুনিক মুসলিম রাষ্ট্র’ বলে একহাত নিয়েছেন ।
তবে কোলকাতা বা ভারতের প্রতি যে তাঁর আলাদা একটা টান ছিল তা স্পষ্ট হয়ে গেছে যখন তিনি ভিন্নবাসরের প্রতিনিধিকে বলেন “১৫ বছর ধরে বাংলাদেশে ফিরতে চাইছি। তারা ফিরতে দেয়নি বলে ভারতকেই দেশ বলে গ্রহন করেছিলাম। কোলকাতাতেই থাকছিলাম। তারপর তারাও তাড়িয়ে দিল।এখন একটা রেসিডেন্সিয়াল পারমিট দিয়ে রেখেছে”। তাই তিনি খানিকটা অভিমানের সুরেই বলেছেন যে “আমি যদি কোনদিন ঢাকায় ফিরি এবং মৌলবাদীদের হাতে মৃত্যু হয় তবে এই কোলকাতাই দায়ী থাকবে। তিনি এও জানিয়েছেন যে অর্থনৈতিকভাবে তাঁর পক্ষে বিদেশে থাকা এখন অসম্ভব হয়ে পড়েছে।
মতে এদেশের রাজনৈতিক দলগুলি সংখ্যালঘু তোষনে সম্পূর্ণ পারদর্শী।ভারতীয় জনসংখ্যার ২৫ শতাংশ মুসলিম, তাই ভোট ব্যাংকের দিকে নজর দিতে গিয়েই এই তোষন বাড়ছে বলে তাঁর মত।
তার অভিযোগ দিল্লির শাসকেরা নেহাত সংখ্যালঘু রাজনীতি করতে গিয়েই তাকে ভারতে বসবাস করার অনুমতি দেয়নি৷
সর্বদাই মৃত্যু ভয় তাড়া করে বেড়িয়েছে তাকে।সারা জীবনে পেয়েছেন অসংখ্য প্রাণনাশের হুমকি।
১৯৯৪ সালে বাংলাদেশ থেকে ভারতে আসা। কিন্তু এখানেও শান্তিতে থাকতে পারেননি তিনি।এখানেও তাকে মৌলবাদীদের হামলার শিকার হতে হয়েছে। এছাড়াও তসলিমাকে কলকাতা থেকে সরানো নিয়ে একটি সংখ্যালঘু সংগঠন তুমুল গণ্ডগোল করেছিল কলকাতা জুড়ে৷নীরব ছিল সরকার।
কিন্তু শেখ হাসিনার সরকারের উপর পূর্ণ আস্থা রয়েছে তাঁর।তাঁর কথায়, “আশা করি হাসিনার সময়েই আমি আবার বাংলায় ফিরে যেতে পারব।” শেখ হাসিনা কি সেই সাহসটুকু দেখাতে পারবেন?পারবেন কি তাঁর আস্থার মর্যাদা রাখতে?
মতে এদেশের রাজনৈতিক দলগুলি সংখ্যালঘু তোষনে সম্পূর্ণ পারদর্শী।ভারতীয় জনসংখ্যার ২৫ শতাংশ মুসলিম, তাই ভোট ব্যাংকের দিকে নজর দিতে গিয়েই এই তোষন বাড়ছে বলে তাঁর মত।
তার অভিযোগ দিল্লির শাসকেরা নেহাত সংখ্যালঘু রাজনীতি করতে গিয়েই তাকে ভারতে বসবাস করার অনুমতি দেয়নি৷
সর্বদাই মৃত্যু ভয় তাড়া করে বেড়িয়েছে তাকে।সারা জীবনে পেয়েছেন অসংখ্য প্রাণনাশের হুমকি।
১৯৯৪ সালে বাংলাদেশ থেকে ভারতে আসা। কিন্তু এখানেও শান্তিতে থাকতে পারেননি তিনি।এখানেও তাকে মৌলবাদীদের হামলার শিকার হতে হয়েছে। এছাড়াও তসলিমাকে কলকাতা থেকে সরানো নিয়ে একটি সংখ্যালঘু সংগঠন তুমুল গণ্ডগোল করেছিল কলকাতা জুড়ে৷নীরব ছিল সরকার।
কিন্তু শেখ হাসিনার সরকারের উপর পূর্ণ আস্থা রয়েছে তাঁর।তাঁর কথায়, “আশা করি হাসিনার সময়েই আমি আবার বাংলায় ফিরে যেতে পারব।” শেখ হাসিনা কি সেই সাহসটুকু দেখাতে পারবেন?পারবেন কি তাঁর আস্থার মর্যাদা রাখতে?
No comments:
Post a Comment