Wednesday, July 8, 2009

সুচিত্রা সেনের বাড়িতে হবে সংগ্রহশালা......




পাবনার রমা থেকে আজকের সুচিত্রা।পাবনার রমা দেবীর বাড়িটিকে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব উদ্যোগে দখলমুক্ত করার সিদ্ধান্ত নিল পাবনা জেলা প্রশাসন।
উল্লেখ্য পঞ্চাশের দশকে রমা দেবী কোলকাতায় চলে এসেছিলেন।বাংলাদেশের গোপা্লপুরে তাঁর বাড়িটি সেইসময় শত্রু-সম্পত্তি আইনে চলে যায় সরকারের হাতে।এরপর ১৯৮৭ সালে সেটি লিজ নেয় জামাত-ই-ইসলামী। এবং তারা সেখানে গড়ে তোলে ইমাম গাজালী শিক্ষা প্রতিষ্ঠান।
বছরের মাঝামাঝি সময়ে লিজ বাতিল করায় প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।আজকের মধ্যেই হয়তো মুক্ত হয়ে যাবে বাড়িটি। তবে এর মধ্যেই এক সংবাদ সন্মেলন করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের লিজ পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। জামাতকর্তারা অবশ্য আইন আদালতের পথে গিয়েও বাধা দেবার চেষ্টা করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
সেই বাড়িটিতে আর্কাইভ করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।সেখানে রাখা হবে ‘সপ্তপদী’, ‘সাত পাঁকে বাঁধা’র মতো চলচ্চিত্রগুলির নানা রোমান্টিক ছবি।এছাড়াও বর্ণীত থাকবে তার মহানায়িকা হয়ে ওঠবার কাহিনী।
প্রশ্ন হল-বাংলাদেশে হাসিনা সরকার ইসলামের রক্ত চক্ষু অপেক্ষা করে হিন্দুদের হেরিটেজ সম্পত্তিগুলি উদ্ধার করার ব্যাবস্থা করছেন। কাষ্মীরে পন্ডিতদের অনেক হেরিটেজ সম্পত্তি এখন কাশ্মিরী মুসলমানদের জবর দখলে। এই ব্যাপারে ভারত সরকার কোনদিনই কোন উদ্যোগ নিচ্ছে না কেন?

No comments:

Post a Comment