

অকস্মাৎ পদত্যাগ করলেন আলাস্কার হাস্যমুখী গভর্নর সারা পালিন। খবরটা সত্যিই বিস্ময়কর।তবে সম্ভবত প্রসিডেন্ট হিসাবে নিজেকে গড়ে তুলতে চান তিনি।
ওয়াসিলায় নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে আলাস্কার জনপ্রিয় গভর্নর সারা পালিন ঘোষণা করে দিলেন, ‘পদত্যাগ করছি’। চলতি জুলাই মাসের শেষের দিকে সরে যাবেন বলে জানিয়েছেন সারা৷
এই সেই সারা, যিনি ২০০৮-এর প্রেসিডেন্ট
নির্বাচনে ছিলেন রিপাবলিকান সেনেটর জন
ম্যাককেইনের সহযোগিনী। ওবামা প্রসঙ্গে যখন
বলা হচ্ছিল, উনি বড্ড বেশি তরুণ, মার্কিন
প্রেসিডেন্ট হিসাবে এত তরুণ কাউকে বেছে নেবেন না ভোটাররা, ঠিক তখনই হিলারি ক্লিন্টনকে হঠিয়ে
বয়স্ক অভিজ্ঞ সিনেটর জো বিডেনকে বেছে নিয়েছিল ডেমোক্রেটরা।
চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়ে বয়স্ক ম্যাককেইন ভাইস প্রেসিডেন্ট বাছতে নেমে সঙ্গে সঙ্গে বেছে নিলেন আলাস্কার গভর্নর সারা পালিনকে। একদা ডাকসাইটে সুন্দরী হিসাবে রাম্পে হেঁটেছেন, মডেলিং করেছেন এবং সমাজে যাঁর অন্যরকম সুখ্যাতি আছে।স রাজনৈতিক মহলের ধারণা, সারা আসলে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চলেছেন রিপাবলিকানদের জন্য। অভিজ্ঞ নেতারা সবাই বুড়ো হয়ে যাওয়ায় রিপাবলিকান মহল কিছু তরুণ নেতাকে সামনে আনার সিদ্ধান্ত নিয়েছে। সারা তাঁদের প্রথম পছন্দ। অতএব, সারা এখন নিশ্চয়ই মনে মনে বলছেন, বিদায় আলাস্কা, স্বাগত ওয়াশিংটন। তাহলে কি মনে মনে আমেরিকার ভবিষ্যৎ রাষ্ট্রপতি হিসাবেই নিজেকে দেখছেন সারা!
No comments:
Post a Comment