

সামনে বিধানসভা ভোট। আর ভুমিপুত্রদের সামনে রেখেই মহারাষ্ট্রের ভোট ময়দানে নেমে পড়ল শিবসেনা। তারা ক্ষমতায় এলে শুধু ভুমিপুত্রদের জন্য করা হবে ঘরের ব্যবস্থা-এমনটাই দাবী তাদের।
এতদিন তাদের থেকে আন্দোলনের জমি কেড়ে নিয়েছিল মহারাষ্ট্র নব নির্মান সেনা। এবার আন্দোলনের রাশ ফের নিজেদের হাতে আনার কাজ শুরু করে দিলেন তারা। সভাপতি উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিবসেনা সমর্থকরা মুম্বাই মেট্রোপলিটন উন্নয়ন অথোরিটির(এম এম আর ডি)এর প্রধান দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।উন্নয়ন অথোরিটির নির্মিত বাসস্থানগুলিতে যেন মারাঠাবাসীরাই স্থান পায়-এই দাবী জানান তারা।
অপেক্ষা আর মাত্র দুই থেকে তিন মাস।তারপরেই মহারাষ্ট্রের মসনদে শিবসেনা।আর ৫০০ স্কয়ার ফিট এলাকায় গড়ে উঠবে মহারাষ্ট্রের ‘মানুষ’দের জন্য বাসস্থান।এমনটাই স্বপ্ন দেখছেন এবং দেখাচ্ছেন তারা।
ঠাকরে বলেন যে এম এম আর ডি এ বাসস্থান নির্মান করে গরীবদের জন্য।কিন্তু তা বেশীরভাগ সময়েই বিল্ডাররা ভোগ করেন তার অভিযোগ। উল্লেখ্য গত মাসে এম এম আর ডি এ ঘোষনা করেছিল প্রতি মাসে ৮০০ টাকা দিলে পড়েই ৪৩০০০ বস্তিবাসীর বাসস্থানের ব্যবস্থা করবে। কিন্তু বিশ্বাস নেই শিবসেনা সমর্থকদের ।তাদের দাবী এতে বহিরাগতদেরই বেশী সুযোগ সুবিধা দেওয়া হবে।
No comments:
Post a Comment