Saturday, July 11, 2009

সুরক্ষা ব্যবস্থা উন্নতির নামে ভারতকে কোণঠাসা করতে চাইছে চীন......




পারমাণবিক অস্ত্র-শস্ত্র থেকে মিসাইল দিয়ে পাকিস্থানকে সাহায্য, নেপালে দরাজ হাতে অর্থ কারিগরী বিদ্যা বিতরন, মালদিভ-মরিসাসের পরিকাঠামো উন্নয়নের জন্য বিপুল পরিমাণে অনুদানের ব্যবস্থা-চীনের এই উদারমনা পদক্ষেপগুলিই এতদিন ভাবিয়েছে ভারত সরকারকে।
এবার চীন তাদের সামরিক ক্ষমতা বৃদ্ধির দিকে দিয়েছে বাড়তি নজর।আর কপালে ভাঁজ পড়েছে ভারত সরকারের। তবে এবার প্রথম থেকেই সতর্ক ভারত।প্রতিরক্ষা দপ্তরের সদ্য পেশ করা বাৎসরিক রিপোর্ট অনুযায়ী চীনের সামরিক খাতে ব্যয় বছরে ভারতের দ্বিগুন।যা চিন্তায় ফেলেছে প্রতিরক্ষা মন্ত্রককে।
এছাড়াও রিপোর্টে প্রকাশ যে দিনের পর দিন জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্থানকে মদত দিয়ে গেছে পিপলস রিপাব্লিক অফ চায়না।
বর্তমানে চীনের ‘জিগরী দোস্ত’ পাকিস্থান নিয়ে রিপোর্টটিতে বলা হয়েছে যে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হিসাবে পরিচিত জঙ্গী সংগঠনগুলিকে বিনা বাধায় আশ্রয় দিয়েছে পাকিস্থান।
পাকিস্থান এবং আফগানিস্থানের জঙ্গী সন্ত্রাসবাদি সংগঠনগুলি হাতমিলিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে রিপোর্টে প্রকাশ।২০০৬ সালে তালিবান ও আলকায়দার যৌথ পরিকল্পনা গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিবেশ কে অশান্ত করে তুলেছিল। তালিবান ও আলকায়দা জঙ্গীদের পাকিস্থানের কিছু সংগঠন মদত দেবার কারণে গোটা পরিস্থিতি ভারতের পক্ষে উদ্বেগজনক হয়ে উঠেছে। আর চীন করছে পাকিস্থানকে সাহায্য।
চীনের এই আগ্রাসন নীতি ভারতকে যথেষ্টই বিব্রত করেছে। তার উপর ৫০০০ কিমি দীর্ঘ সীমারেখা নিয়ে এই দুই দেশের মধ্যে বিতর্ক এখনও অব্যাহত।আর এই সীমারেখা নিয়ে সম্প্রতি বিতর্ক উসকে দিয়েছে চীনের সরকারী মুখপাত্রের একটি লেখা। এছাড়াও চীনের বেশীরভাগ মিডিয়াগুলিতে ভারত-বিরোধী প্রচার চালানো হচ্ছে ক্রমাগত।
এছাড়াও গ্লোবাল্ টাইমস নামক এক চীনা দৈনিকে বলা হয়েছে যে আয়তন, আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতা , অর্থনৈতিক ক্ষমতা সব দিক দিয়েই ভারত চীনের থেকে পিছিয়ে। পরোক্ষভাবে চীন হুঁশিয়ারী দিচ্ছে ভারতকে। এখন যদি ভারতবর্ষের রাজনৈতিক নের্তৃত্ব গা-ছাড়া মনোভাব নেয় তাহলে ভারতবাসী তাদের কোনদিন ক্ষমা করবেনা।

No comments:

Post a Comment