

লোকসভায় ভরাডুবি , দলীয় কোন্দল সব মিলিয়ে বিধ্বস্ত কেরল সিপিএম। আর এই নিয়েই দিল্লীতে একদিনের জন্য বৈঠকে বসতে চলেছে সি পি এম পলিটব্যুরো।
সি পি এম নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য পার্টির হাল ফেরাতে আলোচনা করা হবে। শুধু তাই নয় কি ভাবে রাজ্যের বিবাদমান দুই শীর্ষ নেতাকে বিরত করা যায় তা নিয়েও আলোচনা হবে৷ বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে। এদিকে কেরলে কোন নেতাকে সাসপেন্ড করলে বা দল থেকে বহিস্কার করলে দল ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে। একদিকে সারা দেশ জুড়ে দল খারাপ ফল করেছে সেখানে দলের এই কোন্দল শীর্ষ নেতৃত্বকে বিপদে ফেলেছে।
এর আগে দুই নেতার বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হলেও তাদের বিবাদ শেষ হয়নি। তার পরিবর্তে লাভলিন কেলেঙ্কারি নিয়ে অচ্যুতানন্দন বিজয়নের পাশেও দাঁড়ায়নি। কেরলে দলের সম্পাদক বিজয়ন ঘনিষ্ট নেতারা চাইছেন মুখ্যমন্ত্রী অচ্যুতানন্দন'কে পদ থেকে সরিয়ে দিক পলিটব্যুরো। আবার উল্টো দিকের শিবির থেকে বিজয়নকে সরিয়ে দেওয়ার দাবি করেছেন। এবার সমস্যায় পড়ছেন দলের সম্পাদক প্রকাশ কারাত। তবে বিজয়ন আবার দলের সম্পাদকের ঘনিষ্ট। তার জন্য অনেকেই মনে করছেন অচ্যুতানন্দনের বিরুদ্ধেই হয়তো ব্যবস্থা নেওয়া হবে।
No comments:
Post a Comment