Friday, July 3, 2009

অনাহারে আবারও শীর্ষস্থানে বাংলা......





প্রকাশিত হল কেন্দ্রের আর্থিক সমীক্ষা।আর এবারেও এই সমীক্ষার হিসাবে অনাহারে পশ্চিমবঙ্গ শীর্ষস্থানে। সমীক্ষায় দেখা গেছে যে এ রাজ্যের ৯ শতাংশ পরিবার অনাহারের শিকার। যেখানে সর্বভারতীয় স্তরে অনাহারি ,অভুক্ত পরিবারের জাতীয় গড় হল ১.৯ শতাংশ। অর্থাৎ জাতীয় গড়ের চেয়ে পশ্চিমবঙ্গে অনাহারের হার প্রায় ৮ শতাংশ বেশী।
গতকাল সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা প্রাক-বাজেট আর্থিক সমীক্ষায় বলা হয়, প্রায় তিন দশক ধরে দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। গুদামে খাদ্য ভান্ডারও উপচে পড়ছে। তবুও পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম, বিহার এর মতো কিছু রাজ্যে যে অনাহার রয়ে গেছে তা যথেষ্ট উদ্বেগজনক।
শুধু অনাহারই নয় অপুষ্টির তালিকাতেও এই রাজ্য নীচের দিকেই রয়েছে। প্রণববাবুর পেশ করা আর্থিক সমীক্ষার পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে অপুষ্টির হার হল সাড়ে ৪৩ শতাংশ। উল্লেখ্য তিন বছর বয়স পর্যন্ত কম ওজনের নিরিখেই এই হার নির্ধারণ করা হয়েছে।
৩৩ বছর বাম শাষনে অনাহার ও অপুষ্টিতে আমরা শীর্ষস্থানে-ধন্য বামফ্রণ্ট।

No comments:

Post a Comment