Thursday, July 2, 2009

প্লেন ভেঙ্গে জলের উপর ভেসে ছিলেন বাহিয়া......



নাম বাহিয়া বাখারি, বয়স ১৩, নিবাস মার্সেই। পরিচয় কাসিম বাখারির মেয়ে। এটাই কি এখন তার একমাত্র পরিচয়? না! মৃত্যুপুরী থেকে বিস্ময়কর ভাবে ফিরে আসার পর সে এখন সংবাদ শিরোনামে, ভিন্ন এখন তার পরিচয়-ও।
এই বিস্ময়কর ঘটনাটির মূলে রয়েছে এক বিমান দুর্ঘটনা। উল্লেখ্য, গত বুধবার ইমেনিয়া এয়ারওয়েস এর এয়ারবাস A৩১০ মরোনি বিমানবন্দরে নামার পূর্বমুহুর্তে ভেঙ্গে পড়ে। বাকি ১৫২ জন যাত্রী রক্ষা না পেলেও শরীরে কোন আঘাত ছাড়াই বেঁচে যায় এই তরুণী। সে এখন হয়ে উঠেছে রহস্যময়ী এবং তার বাঁচবার এই ঘটনাও এখন সবার কাছে রহস্যের ব্যপার।
ভয়ানক এই দুর্ঘটনার মুখে পড়লেও কোন হেলদোল নেই তার। হাসপাতালে সে তার বাবাকে জানিয়েছে যে জ্ঞান ফেরবার পর সে নিজেকে জলের মধ্যে খুঁজে পায়।
ডাক্তারেরা জানিয়েছে এখন সে পুরোপুরি সংকটমুক্ত। খুব শীঘ্রই সে সুস্থ হয়ে যাবে বলেও তাদের আশা। উদ্ধারকারী দলের এক প্রতিনিধি জানালেন যে সাঁতার না জেনেও তরূণীর এই বাঁচার কাহিণী সত্যিই রহস্যজনক।

No comments:

Post a Comment