Thursday, July 9, 2009

বিশ্ব উষ্ণায়নের প্রশ্নে কতটা আন্তরিক রাশিয়া?......


গত বছর সম্ভব হয়নি। বাঁধা দিয়েছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডাব্লিউ বুশ। কিন্তু এবছর সম্মতি দিয়েছেন তাঁর অনুজ বারাক ওবামা। তাই আগামী ২০৫০ সালের মধ্যে বেশীরভাগ শিল্পোন্নত দেশগুলো কার্বন নির্গমন ৮০ শতাংশ পর্যন্ত কমাতে রাজি হয়েছে৷কিন্তু এবছর বাধ সেধেছে রাশিয়া।
বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর ওপর আগে থেকেই চাপ দিয়ে আসছিলো পরিবেশবাদীরা। তাদের দাবি ছিল যে পৃথিবীকে বাঁচাতে হলে এসব দেশকে অবশ্যই একটি নির্দিষ্ট মাত্রায় কার্বন নির্গমন কমিয়ে আনতে হবে৷
সম্মেলনের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছেন, শিল্পায়ন-পূর্ব সময়ে বিশ্বের উষ্ণতা যা ছিলো তার তুলনায় মাত্র ২ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি বাড়ানো হবে না৷ এজন্য আগামী ২০৫০ সালের মধ্যে অন্য দেশগুলোকেও ৫০ শতাংশ পর্যন্ত কার্বন নির্গমন কমাতে হবে৷ এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন আশা প্রকাশ করেছেন যে, কার্বন নির্গমন কমানোর ব্যাপারে উন্নয়নশীল দেশগুলোও এগিয়ে আসবে৷
কিন্তু রুশ রাষ্ট্রপতি দমিত্রি মেদভেদেভের গলায় অন্য সুর। রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের অর্থনৈতিক সহকারী আরকাদি দিভোরকোভিচ বলেছেন, তাদের কাছে ৮০ শতাংশ খুব বেশি বলে মনে হচ্ছে৷ এটা বাস্তবায়নযোগ্য নয়৷ তিনি এও বলেছেন, কার্বন নির্গমন কমানোর জন্য তারা তাদের অর্থনৈতিক অগ্রগতি বন্ধ করতে পারবেন না।
আর কতদিন চলবে তর্ক-বিতর্ক, নিজস্ব ক্ষমতার প্রদর্শন-কবে ফিরবে সুবুদ্ধি! কবে একযোগে পরিবেশ বাঁচানোর কাজে নামবেন বিশ্বের শক্তিধর দেশগুলি।সেদিনের অপেক্ষায় রইলাম আমরা।

No comments:

Post a Comment