

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর ওপর আগে থেকেই চাপ দিয়ে আসছিলো পরিবেশবাদীরা। তাদের দাবি ছিল যে পৃথিবীকে বাঁচাতে হলে এসব দেশকে অবশ্যই একটি নির্দিষ্ট মাত্রায় কার্বন নির্গমন কমিয়ে আনতে হবে৷
সম্মেলনের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছেন, শিল্পায়ন-পূর্ব সময়ে বিশ্বের উষ্ণতা যা ছিলো তার তুলনায় মাত্র ২ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি বাড়ানো হবে না৷ এজন্য আগামী ২০৫০ সালের মধ্যে অন্য দেশগুলোকেও ৫০ শতাংশ পর্যন্ত কার্বন নির্গমন কমাতে হবে৷ এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন আশা প্রকাশ করেছেন যে, কার্বন নির্গমন কমানোর ব্যাপারে উন্নয়নশীল দেশগুলোও এগিয়ে আসবে৷
কিন্তু রুশ রাষ্ট্রপতি দমিত্রি মেদভেদেভের গলায় অন্য সুর। রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের অর্থনৈতিক সহকারী আরকাদি দিভোরকোভিচ বলেছেন, তাদের কাছে ৮০ শতাংশ খুব বেশি বলে মনে হচ্ছে৷ এটা বাস্তবায়নযোগ্য নয়৷ তিনি এও বলেছেন, কার্বন নির্গমন কমানোর জন্য তারা তাদের অর্থনৈতিক অগ্রগতি বন্ধ করতে পারবেন না।
আর কতদিন চলবে তর্ক-বিতর্ক, নিজস্ব ক্ষমতার প্রদর্শন-কবে ফিরবে সুবুদ্ধি! কবে একযোগে পরিবেশ বাঁচানোর কাজে নামবেন বিশ্বের শক্তিধর দেশগুলি।সেদিনের অপেক্ষায় রইলাম আমরা।
No comments:
Post a Comment