Tuesday, July 14, 2009

বিশ্বের পর্যটন মানচিত্রে এবার দিঘা ও ডুয়ার্স......




তৃণমূল নেত্রীর দেখানো পথেই কাজ শুরু করে দিলেন দলীয় মন্ত্রী সুলতান আহমেদ। বিশ্বের পর্যটন মানচিত্রে বাংলার ডুয়ার্স ও দিঘাকে তুলে ধরতে উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় পর্যটন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী।
দিঘার সঙ্গে রেল যোগাযোগ উন্নতি করে কিছুদিন পূর্বেই পথ দেখিয়েছিলেন রেল মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার বাংলা সহ দেশের পর্যটন কেন্দ্রগুলিতে বিদেশী পর্যটক টানতে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজেম অরগানাইজেশনের উদ্যোগে দক্ষিণ-পূর্ব এশিয়ার লান্ডসে তিন দিনের একটি বৈঠকে যোগ দিতে চলেছেন তিনি।বিশ্বের ১৩০ টি দেশের প্রতিনিধিরা যোগ দিচ্ছেন ঐ সন্মেলনে।
আর এই সন্মেলনের হাত ধরেই বাংলার এই দুই স্থান পৌঁছে যাবে আন্তর্জাতিক আঙ্গিনায়।
সুলতান আহমেদ বলেন “পর্যটকদের চাহিদার কথা ভেবে পশ্চিমবঙ্গের দিঘা এবং ডুয়ার্স কে ঢেলে সাজানো হবে।পাহাড়ি পথ বেয়ে উপরে ওঠার পরিশ্রম এড়িয়ে যাতে খুব সহজেই হেলিকাপ্টারে ডুয়ার্স পৌঁছে যাওয়া যায় সেজন্য হেলিপ্যাড তৈরির ব্যবস্থা করা হচ্ছে।” এছাড়াও কিছু চিকিৎসা্কেন্দ্র বানানো হবে বলে জানিয়েছেন তিনি।

No comments:

Post a Comment