

জমি অধিগ্রহণ নিয়ে কেন্দ্রীয় আইনের বিরোধীতায় সরব হলেন রেল মন্ত্রী মমতা ব্যানার্জী৷ মন্ত্রীসভার বৈঠকে শিল্পের জমি অধিগ্রহণ আইনের বিরোধীতা করলেন রেল মন্ত্রী। আইনে বলা হয়েছে শিল্পের জন্য ল্যান্ড ব্যাঙ্ক করা হবে৷ তৃনমূল নেত্রী ল্যান্ড ব্যাঙ্কের বিরোধী না হলেও কিন্তু জমি অধিগ্রহণ আইন যে ভাবে প্রণয়ন করার কথা বৈঠকে বলা হয়েছে তার বিরোধী রেল মন্ত্রী।
আইনে বলা হয়েছে শিল্পের জন্য জমি অধিগ্রহন ৭৫ শতাংশ করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বাকি ২৫ শতাংশ সরকার করবে। এখানে আপত্তি জানিয়েছেন মমতা ব্যানার্জী। রেল মন্ত্রী বলেন এভাবে বেসরকারী প্রতিষ্ঠান'কে জমি অধিগ্রহণের অনুমতি দিলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে জমির মালিক সঠিক মূল্য পাবে না। আসলে জমি ও জমি অধিগ্রহনের ব্যাপারে মমতা ব্যানার্জী স্পর্শকাতর৷ জমি নিয়ে আন্দোলন করে রাজ্য রাজনীতিতে তিনি আলোর দিশা পেয়েছেন৷ এমন কি জমি বাঁচাও আন্দোলনের নেত্রী হিসাবে গ্রহণযোগ্যতা পেযেছেন। স্বাভাবিক ভাবে জমি নিয়ে যে কোন সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে নিতে চাইছেন তিনি।
No comments:
Post a Comment